অন্য ফ্রেন্ডদেরকে আপনার একটিভিটি দেখাতে না চাইলে পোস্টটি আপনার জন্য।

সবাই কেমন আছেন আপনারা? আশা করি ভাল আছেন! আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। তাইতো দুই দিন যেতে না যেতেই

আবার আপনাদের মাঝে চলে এলাম। আজ আপনাদের সাথে শেয়ার করবো ফেসবুকের অনেক পুরনো ও মজার একটি সার্ভিস নিয়ে।

অনেকেই হয়ত জানেন, কিন্তু আবার অনেকেই জানেন না। বর্তমান ফেসবুকের জমানায় কমআজ আমাদের সবারই একটি

ফেসবুক একাউনট আছে। আর নিজের ফেসবুক একাউনট যেহেতু আছে সেহেতু আপনার গার্ল ফ্রেন্ডও আপনার ফ্রেন্ডলিস্টে এড আছে।

সুতারাং ঝামেলাটাও এখানে, কারন আপনার ফ্রেন্ডলিস্টে আপনার গার্ল ফ্রেন্ডের অজান্তে অন্যান্য মেয়েরাও আছে। কিন্তু যখনই

অন্য মেয়েদের সাথে আপনি একটু ইয়ে…………………… করতে যাচ্ছেন, তখনি আপনার গার্ল ফ্রেন্ড সব কিছু দেখে ফেলতেছে।

আর দেখে ফেলা মানেতো বুঝেন, ডান্ডি ফটাস!!!

তাই আপনাদের এই মহা ঝামেলা থেকে বাঁচানোর জন্যই আমার আজকের পোস্ট। প্রথমে আপনি আপনার ফেসবুক লগইন করুন,

তারপর যে ফ্রেন্ডকে আপনার activity দেখাতে চাচ্ছেননা তার প্রোফাইলে যান। ( অন্য মেয়েদের সাথে কি করছেন, আপনার গার্ল ফ্রেন্ড

যাতে না জানতে পারে সে জন্য আপনার গার্ল ফ্রেন্ডের প্রোফাইলে যান ) এবার ফ্রেন্ড লিখার উপর মাউসটা রাখুন, ক্লিক করা লাগবেনা।

নিচের মত একটা ছবি দেখবেন……………………………………………

এবার আপনি add to another list…. এ ক্লিক করুন, তাহলে নিচের মত আরেকটি ছবি দেখবেন…………………

এবার আপনি restricted এ ক্লিক করুন, ক্লিক করলে টিক চিহ্ন দেখা যাবে, আর টিক চিহ্ন দেখা যাওয়া মানেই হল

আপনার ফ্রেন্ড বা গার্ল ফ্রেন্ড restricted হয়ে গেছে। এবার আরামছে অন্য মেয়েদের গল্প করতে থাকুন।

কিন্তু আপনার গার্ল ফ্রেন্ড আর কিছুই দেখবেনা……

যদি আবার আগের অবস্থায় মানে restricted তুলে দিতে চান, তাহলে শুধু restricted থেকে টিক চিহ্নটি উঠিয়ে দিন। ব্যাস কাজ শেষ।

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Thanks for your comment