বর্তমানে ল্যপ্টপ কম্পিউটার সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠার এক মাত্র কারন হল, সহজ বহন-যোগ্যতা ও ডেস্কটপের চাইতে কিছু বাড়তি ফিচার দেবার কারন। মোটামোট সবার কাছেই এখন ল্যপ্টপ আছে এবং আগামী প্রজন্মের কাছে আরও হাতের নাগালে চলে আসবে। কিন্তু এই ল্যপ্টপ ব্যবহারে যেমন কিছু বাড়তি সুবিধা আছে তেমনি কিছু সমস্যাও আছে । আজকের পোস্টে আমি আপনার ল্যপ্টপকে ভাল রাখার কিছু টিপস দেব। আশা করি আপনাদের কাজে আসবে।
১। ব্যটারিঃ ল্যপ্টপ এর বহনযোগ্যতার পেছনে ল্যপ্টপের ব্যটারির অবদানটিই সবচেয়ে বেশী। এটি হল একটি রিমোভাল পাওয়ার সাপ্লাই যা আপনাকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ল্যপ্টকে রানিং অবস্থায় রাখতে সহায়তা করে। আমরা অনেক সময় লক্ষ করে থাকি, ল্যপ্টপ এর ব্যটারির কার্যক্ষমতা কেনার পর থেকে মোটামোটি একটি বছর ভাল থাকে, তবে পরের বছরে গিয়ে তার শক্তি কিছুটা হলেও হ্রাস পায়। আপনাদের একটি কথা সবসময় মনে রাখতে হবে যে আপনি যখন চার্জিং অবস্থায় ল্যপ্টপ ব্যবহার করেন তখন তা সরাসরি এসি কারেন্ট দ্বারা পরিচালিত হয়। এবং ব্যটারি নিজের মতো চার্জ হতে থাকে। এক্ষেত্রে আপনি যা করবেন, অন্তত সপ্তায় ১০-১৫ ঘন্টা ল্যপ্টপ্ কে তার ব্যটারি দ্বারা চলতে দিন। তার মানে চার্জিং অবস্থায় নয়। ব্যটারি ফুল হবার পর ল্যপ্টপ কে মাঝে মাঝে চার্জার এর লাইন খুলে চলতে দিন। এতে ব্যটারির কার্য-ক্ষমতা ঠিক থাকবে। মাঝে মাঝে আপনার ল্যপ্টপ এর ব্যটারি খুলে এর সংযোগ স্থলটি কিছু নরম জাতীয় কাপড় দিয়ে পরিষ্কার করে নিন এতে আপনার ব্যটারির সংযোগ স্থলে জমা হওয়া কার্বন দূর হবে।
২। ল্যপ্টপ গরম হওয়াঃ আমাদের ব্যবহ্রত ল্যপ্টপ গুলো বেশীরাভাগ সময়ই খুব তারাতারি গরম হয়ে পড়ে। মনে রাখবেন প্রত্যেক কম্পিউটারের হার্ডওয়ারের গরম হবার একটি নির্ধারিত সীমা থাকে। অনেক সময় আমরা বুঝুতে পারিনা আমাদের ল্যপ্টপ এর হার্ডওয়ার গুলোর গরম হবার সীমা অতিক্রম করছে কিনা। আর তাই আপনাকে যা করতে হবে তা হল, কখনও বিছানা অথাবা নরম জায়গায় রেখে ল্যপ্টপ চালাবেননা। এতে করে আপনার ল্যপ্টপের বডি থেকে গরম বারাস বের করে দেবার গর্ত গুলি ঢাকা পরে যায় যার কারনে ল্যপ্টপ ঠান্ডা গতে পারেনা। নিচে আপনি কোন শক্ত বি অথবা বোর্ড জাতীয় কিছু দিয়ে ল্যপ্টপ ব্যবহার করতে পারেন। অথবা বাজার থেকে অতি অল্প দামে কুলার পাওয়া যায় তা সংগ্রহ করে নিতে পারেন। ২০০-৫০০ টাকার মধ্যে মোটামোটি ভাল কুলার পেয়ে যাবেন।
৩। ওয়ার্লেস ডিভাইসঃ ল্যপটপ কম্পিউটারের জনপ্রিয় হবার আরেকটি বড় কারন তা হল অয়ার্লেস সিস্টেম ফিচার। ল্যপ্টপ কম্পিউটার সবগুলোতেই এখন ব্লুটুথ এবং অয়াই-ফাই সিস্টেম যুক্ত থাকে।আশা করি এই দুটি সিস্টেম এর বর্ননা আমাকে দিতে হবেনা। এই দুই সিস্টেম থাকার কারনে আমরা সহযেই তারবিহিন তথ্য আদান-প্রদান ও ইন্টারনেট কানেকশন পেতে পারি। তবে অপ্রয়োজনে কখনও এই দুটি এডাপ্টার অন করে রাখবেন না। এতে করে আপনার ব্যটারির উপর যেমন বারতি প্রেসার হবে তেমনি আপনার ব্যক্তিগত তথ্য চুরিও হতে পারে। সবচেয়ে ভাল পরামর্শ হল পারত পক্ষে কোন ফাইল সহজে ব্লুটুথ ট্রান্সফার করে নিবেননা অথবা দিবেননা এতে করে আপানার ল্যপ্টপে সহযেই ভাইরাস আক্রমন করতে পারে। আরেকটি যে কথা টি না বললেই নয় যারা ওয়াই-ফাই এক্টিভ করে নেট চালান বিশেষ করে পাব্লিক অয়াই-ফাই জোন গুলোতে তাদের তথ্য হ্যক হবার সম্ভাবনা অনেক বেশী থাকে।
৪। ডিভিডি ড্রাইভঃ সবচেয়ে বেশী ব্যবহ্রত ডিভাইসগুলোর মধ্যে ডিভিডি ড্রাইভ একটি। সফটওয়ার ইন্সটালেশন থেকে শুরু করে মুভি দেখা পর্যন্ত এই ড্রাইভ সব কাজেই মোটা-মোটি বেশী পরিমানে ব্যবহ্রত হয়। যার কারনে এই ড্রাইভ এর সুরক্ষা করাটা আরও বেশী জরুরি। ল্যপ্টপের ডিভিডি ড্রাইভ এর ক্ষেত্রে আমি বলব এটি সবচেয়ে হাল্কা একটি ডিভাইস, কারন ল্যপ্টপের আকার ছোট করার জন্য এর আকৃতিও মানাসই করে হাল্কা করে বানানো হয়। যার কারনে অল্পতেই এই ড্রাইভ এর সমস্যা হতে পারে এবং হয়। ডিভিডি ড্রাইভ ধুকানোর সময় অবশ্যই খেয়াল করবেন যে আপনি যে খানে আপানার ডিস্ক টি ধুকাচ্ছেন সেখানেই ল্যন্সটি দেওয়া আছে। আর আমরা যে ভুলটি করি সেটা হল ডিস্ক ধুকাতে গিয়ে প্রায়শই ল্যস্ন এ আঘাট করে ফেলি, এতে করে আপনার ল্যন্স এর আয়ু কিন্তু কমতে থাকে। আরেকটি গুরুত্ত পুর্ন কথা সেটি হল কভার বিহীন অথবা অনেক দিন ধরে অব্যবহ্রত ডিস্ক না ধুকানই সবচেয়ে উত্তম। কারন ডিস্কের জমে থাকা ময়লা ল্যন্সের ক্ষতি করে।
▬▬▬▬۩۞۩▬▬▬▬
ল্যাপটপের যত্নআত্তি
▬▬▬▬۩۞۩▬▬▬▬
আমরা যদি কিছু নিয়ম মেনে যত্ন করে আমাদের ল্যাপটপ ব্যবহার করি তাহলে আমাদের ল্যাপটপটির স্থায়িত্ব স্বাভাবিকের চাইতে বেশি হতে পারে। ভালো থাকতে পারে এর ব্যাটারি লাইফও। চলুন, জেনে নেই প্রিয় এবং প্রয়োজনীয় ল্যাপটপটির যত্ন কীভাবে করতে হবে। আমি বিস্তারিত খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করছি এবং এই টিপস গুলোর মাঝে কিছু ইন্টারনাল সিস্টেম জনিত টিপসও আছে যা শুধু মাত্র ল্যাপটপই নয়, আপনার ডেক্সটপের জন্যেও প্রযোজ্য হবে।
১. ল্যাপটপ এর উপর ভারী কিছু রাখবেন না। যেহেতু, ল্যাপটপের পুরুত্ব খুব বেশি নয় এবং এর উপর প্রান্তে ডিসপ্লে (মনিটর) অংশ থেকে থাকে তাই ভারী কোন কিছু রাখা বা কোন চাপ পরার কারণে ল্যাপটপটির ডিসপ্লেতে সমস্যা হতে পারে। এখানে জানিয়ে দেয়া ভালো, প্রযুক্তির বাজারে ডিসপ্লে পরিবর্তন করাটা কিছুটা ব্যয়বহুল।
২. প্রয়োজন শেষে আপনার ল্যাপটপটির লিড নামিয়ে রাখুন। এতে করে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা থেকে সুরক্ষা পাবে আপনার ল্যাপটপ। এছাড়াও এর ফলে স্ক্রিনে ময়লা বা দাগ পড়বে না।
৩. অনেক সময় আমরা হাতের উপর ল্যাপটপ রেখে কাজ করি। এক্ষেত্রে ল্যাপটপ এক স্থান থেকে অন্যস্থানে সরানোর সময় কখনোই শুধু ডিসপ্লের (মনিটর) অংশে হাত রেখে সরাবেন না। হাতে রেখে কাজ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন যেন আপনার হাত থেকে ল্যাপটপটি নিচে পরে না যায়; যদিও এখন অনেক ল্যাপটপেই ‘ফল প্রোটেকশন’ দেয়া থাকে তবুও সেই প্রোটেকশনটি খুব কম দূরত্বে থেকে পরার ক্ষেত্রেই কাজ করে। মনে রাখবেন, ইলেকট্রনিক্স দ্রব্যাদির গ্যারান্টি অথবা ওয়ারেন্টির ক্ষেত্রে কিছু নিয়ম-কানুন উল্লেখ থাকে এবং সেই নিয়মের বাইরে কোন ভাবে যদি আপনি আপনার ডিভাইসটি নষ্ট করে ফেলেন সেক্ষেত্রে ওয়ারেন্টি অথবা গ্যারান্টি কাজ করবেনা।
৪. স্ক্রিন প্রোটেক্টরের সাথে সাথে কিবোর্ড প্রোটেক্টরও ব্যবহার করুন। এতে করে কিবোর্ডের কীগুলোর ফাঁক দিয়ে ধুলো জমবে না। বাজারে ১৫০ টাকার মধ্যে স্ক্রিন প্রোটেক্টর এবং ৭০ থেকে ৮০ টাকার মাঝে কিবোর্ড প্রোটেক্টর পাওয়া যায়। এছাড়াও আপনি মাঝে মাঝে মিনি ভ্যাকুয়াম ক্লিনার দিয়েও কিবোর্ড পরিষ্কার করতে পারেন। বাজারে ২৫০ টাকার মাঝে মিনি ইউএসবি ভ্যাকয়াম-ক্লিনার পাবেন।
৫. আমরা অনেকেই বাসার কাজের জন্যও ল্যাপটপ ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে আমরা সাধারণত চার্জার লাগিয়েই ল্যাপটপ ব্যবহার করি। এখানে যে বিষয়গুলো খেয়াল রাখা উচিৎ তা হচ্ছে, প্রতিটি ল্যাপটপ ম্যানুফ্যাকচারারই তাদের ল্যাপটপ এর ব্যাটারির সুরক্ষার ক্ষেত্রে কিছু অ্যাপ্লিকেশন সরবরাহ করে থাকে। উদাহরণস্বরূপ, ডেল তাদের ল্যাপটপের সাথে ‘কুইকসেট’ নামের একটি অ্যাপ্লিকেশন সরবরাহ করে থাকে যেখানে কিছু অপশন থাকে যেমন, কত শতাংশ চার্জ হবার পরে ব্যাটারি আর চার্জ গ্রহণ করবেনা ইত্যাদি। কুইকসেটের সব ফিচারগুলোই ব্যাটারি রিলেটেড।
আপনিও আপনার ল্যাপটপটি জন্য এরকম অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যাটারিকে কিছুটা হলেও সুরক্ষিত রাখতে পারেন। আর সপ্তাহে অন্তত ২-৩ বার ব্যাটারিতে ল্যাপটপটি চালাবেন। এতে করে আপনার ল্যাপটপের ব্যাটারি ভালো থাকবে।
৬. সরাসরি সূর্যের আলো পরে অথবা স্বাভাবিকের চাইতে গরম- এমন কোন স্থানে ল্যাপটপ রাখবেন না বা ব্যবহার করবেন না। তবে মাঝে মাঝে ব্যাটারির চার্জ অর্ধেক রেখে সূর্যের আলোতে ব্যাটারি খুলে কিছুক্ষণ রেখে দিলে তা ব্যাটারির জন্য ভালো।
৭. ল্যাপটপে আপনার প্রয়োজন নেই এমন সফটওয়্যার ইন্সটল করবেন না। দরকার হলে আপনি আপনার হার্ডডিস্কে পরবর্তী সময়ে সফটওয়্যারটির ব্যাকআপ ফাইল রেখে দিতে পারেন।
৮. মাঝে মাঝেই সিস্টেম ক্লিনার সফটওয়্যার দিয়ে ল্যাপটপ কম্পিউটারটির হার্ডডিস্ক স্ক্যান করাবেন। কোন রকম সিস্টেমজনিত ত্রুটি পেলে সিস্টেম কেয়ার অ্যাপ্লিকেশনগুলোই সেগুলো ফিক্স করে দেবে। এক্ষেত্রে টিউন-আপ ইউটিলিটিস, অ্যাডভান্স সিস্টেম কেয়ার ইত্যাদি সফটওয়্যারগুলো বেশ কাজের। এগুলো ব্যবহার করে দেখতে পারেন। এটি মূলত ল্যাপটপ এবং ডেস্কটপ – দু'টোর ক্ষেত্রেই প্রযোজ্য।
৯. ভালো মানের অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। ডেস্কটপ এবং ল্যাপটপের সুরক্ষার জন্য ভালো মানের অ্যান্টিভাইরাসের বিকল্প নেই। এ বিষয়ে ছোট্ট একটি তথ্য দিচ্ছি। গত বছরে রেটিং-এ সবচাইতে প্রথম তিনটি অ্যান্টি-ভাইরাস ছিল যথাক্রমে বিটডিফেন্ডার, ক্যাসপারস্কি এবং নরটন অ্যান্টিভাইরাস।
১০. সরাসরি পোর্টেবল হার্ডডিস্ক থেকে মিডিয়া ফাইল প্লে না করাই ভালো। কেননা, এক্সটার্নাল ডিভাইসগুলোর ডাটা-আদান প্রদান করতে অতিরিক্ত বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়; সেক্ষেত্রে ল্যাপটপের হার্ডডিস্কে কপি করে ব্যবহার করুন। একই নিয়ম পোর্টেবল সিডি-ডিভিডি রমের ক্ষেত্রেও প্রযোজ্য।
১১. ল্যাপটপের বিল্ট-ইন সিডি অথবা ডিভিডি রমে ভালো সিডি-ডিভিডি ব্যবহার করতে চেষ্টা করুন। কেননা, এতে ব্যবহৃত সিডি অথবা ডিভিডি রমের লেন্স ডেস্কটপ এর সিডি - ডিভিডি রম থেকে কিছুটা কম শক্তিশালী হয়ে থাকে। ল্যাপটপের সিডি অথবা ডিভিডি রমও অতিরিক্ত বিদ্যুৎ গ্রহণ করে। তাই সরাসরি সিডি অথবা ডিভিডি রম থেকে মিডিয়া ফাইল প্লে না করে হার্ডডিস্কে কপি করে তারপর প্লে করুন।
এছাড়াও আপনি যদি আপনার সিডি অথবা ডিভিডি রমের ভেতর কোন ডিস্ক রেখে থাকেন তবে আপনি ব্যবহার না করলেও মাঝে মাঝে রম কাজ করে থাকে এবং চার্জ নষ্ট হয়। তাই অপ্রয়োজনে সিডি অথবা ডিভিডি রমের ভেতর কোন সিডি অথবা ডিভিডি না রাখাই শ্রেয়।
১২. প্রয়োজন না হলে ব্লুটুথ এবং ওয়াইফাই চালু করে রাখবেন না এবং ‘শাটডাউন’ ও ‘স্লিপের’ পরিবর্তে ‘হাইবারনেট’ অপশন ব্যবহার করুন। ‘হাইবারনেট’ হচ্ছে এমন একটি অবস্থায় চলে যাওয়া যা আপনার সে মুহুর্তের কাজগুলো একটি ফাইলে জমা রেখে আপনাকে এমন একটি স্টেটে (অবস্থায়) নিয়ে যাবে যা প্রায় বিদ্যুৎ ব্যবহার না করারই সমান। পরবর্তী সময়ে সিস্টেম রিজিউম করলে আপনাকে আপনার সকল কাজের প্রোগ্রেস ঠিক সেখানেই ফিরিয়ে দেবে যেখানে আপনি হাইবারনেট করেছিলেন।
আপনি স্লিপ মোডও ব্যবহার করতে পারেন। এটি হাইবারনেট এর চাইতে দ্রুত গতিতে সিস্টেম রিজিউম করতে সক্ষম। কিন্তু এটি হাইবারনেটের চাইতে কিছুটা বেশি বিদ্যুৎ খরচ করে থাকে। তাই ব্যাটারির চার্জ ধরে রাখতে ‘হাইবারনেট’ অপশনটিই অধিক কাজে দেয়।
১৩. ব্যাটারিতে যখন আপনার ল্যাপটপটি ব্যবহার করবেন তখন স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে রাখুন। ল্যাপটপ ব্যবহারের সময় ল্যাপটপের ছোট ভেন্টিলেটরের সামনে কোন প্রকার প্রতিবন্ধকতা যেন না থাকে সে ব্যাপারে লক্ষ্য রাখুন। অনেক দিন ব্যবহার করার পর ভেন্টিলেটরের ভেতরে ধুলো-বালির আস্তরণ পরে যায়; সেগুলো পরিষ্কার করুন।
আর আপনি যদি অ্যাডভান্স ব্যবহারকারী হয়ে থাকেন তবে ল্যাপটপটি খুলে ভেন্টিলেটর এবং পাখা দুটিই পরিষ্কার করতে পারেন। এতে ভালো ফল পাওয়া যাবে। তবে সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, “এটি কেবল অ্যাডভান্স লেভেলের জন্য।” এ বিষয়ে একটি তথ্য দিয়ে আমি আপনাকে কিছুটা সাহায্য করতে চেষ্টা করছি। আপনি চাইলে সহজেই ইউটিউব থেকে আপনার ল্যাপটপটির মডেল দিয়ে সার্চ করে জেনে নিতে পারেন ঠিক কীভাবে আপনার ল্যাপটপটি খুলতে হয়। আবারো মনে করিয়ে দিচ্ছি, “কেবল অ্যাডভান্স লেভেলের ব্যবহারকারীদের জন্যই এটি প্রযোজ্য।”
১৪. পাওয়ার ম্যানেজমেন্টে গিয়ে আপনার কম্পিউটারটি ব্যাটারি অথবা চার্জে থাকা অবস্থায় ঠিক কত সময় পরে স্লিপ মোডে চলে যাবে বা মনিটর ডিম হবে, সে সেটিংসগুলো করে রাখুন। “স্ক্রিন সেভার” কিন্তু ব্যাটারি সেভ-এর বিপরীত কাজই করে থাকে। তাই বন্ধ করে রাখুন।
১৫. ল্যাপটপ যেহেতু বেশ গরম হয়ে যায় তাই চেষ্টা করুন কুলার ব্যবহার করতে। বাজারে ৩৫০ টাকা থেকে শুরু করে ২৫০০-৩০০০ টাকার মাঝে কুলার পাবেন। তবে আমার মতে মাঝামাঝি দামের গুলো কিনলেই আপনার কাজ চলে যাবে।
১৬. আসল অ্যাক্সেসরিস ব্যবহার করুন।
উপরে আমি বিস্তারিত লিখতে চেষ্টা করেছি, আশা করি আপনারা যদি টিপসগুলো ফলো করেন তবে কিছুটা হলেও উপকার পাবেন। মনে রাখবেন, ল্যাপটপ কেনার সময় আমরা যে এক্সেসরিজ গুলো পেয়ে থাকি সেগুলো বেশির ভাগ সময়ই অরিজিনাল থাকে। কিন্তু পরবর্তী সময়ে আমাদের দেশে অরিজিনাল অ্যাক্সেসরিজ পাওয়া কষ্টকর হয়ে পরে। তাই যত্নে রাখুন আপনার ল্যাপটপটি।
সংগ্রহীত
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon