ফ্রি ভিপিএন দিয়ে আজীবন ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন আনলিমিটেড…

আজ কয়েকদিন পর নতুন পোস্ট লিখতে বসেছি, কারন আমার ইন্টারনেট কানেকশন শেষ হয়ে গিয়েছিলো। কিন্তু কিছুক্ষণ আগেই আমার এক প্রিয় বন্ধু আমাকে ফোন করে বলল তোমার জন্য একটা গিফট আছে, তোমার মোডেম নিয়ে অফিস চলে আসো। যে কথা সেই কাজ, চলে আসলাম আর সেই নিয়ে নিলাম একটা গিফট আর সেই গিফট আপনাদের সকলের সাথে সেয়ার করে দিলাম :) যাতে করে আপনারা আমাকে ভালো করে মনে রাখেন :D

লেখাটি প্রথমে বিডিরঙ সাইটে প্রকাশিত হয়েছে।

আজাইড়া প্যাঁচাল  ছাইড়া এবার কাজের কথাই আসি। আজকে আমি যে পদ্ধতিটি আপনাদের সামনে নিয়ে এসেছি তা ব্যবহার করে আপনি যেকোনো অপারেটর এ ফ্রি ইন্টারনেট ব্য্যবহার করতে পারেবন। তবে মনে রাখবেন এটা কোন হ্যাকিং নয়।

যেভাবে পাবেন ফ্রি ভিপিএন ও ফ্রি ইন্টারনেটঃ

গ্রামীনফোন, এয়ারটেল, বাংলালিংক, রবি অথবা টেলিটক যেকোনো সিমে কিছু টাকা লোড করুন। আপনার অপারেটর থেকে দেয়া যেকোনো একটি প্যাকেজ (যে প্যাকেজ এ কম খরচ) সেটি চালু করুন। তারপর এই লিংক এ ভিজিট করুন এবং সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন। এবার সফটওয়্যারটি চালু হলে নিচের ছবির মত আসতে পারে তাই অটা বন্ধ করে দিন। এই সফটওয়্যার দিয়ে কোন কাজ নাই, এর এর যন্ত্রাংশর বেশ প্রয়োজন :D

এই সফটওয়্যারটি চালু হলে এটা কে বন্ধ করে দিন কারন এই শুধুমাত্র ড্রাইভারগুলো দরকার তাই এইটা আপনাদের ইন্সটল করিয়ে নিলাম :P

এবার এই লিংক এ ক্লিক করুন এবং জিপ ফাইলটি ডাউনলোড করুন।  এর পরে সেখানে কয়েকটি ফাইল পাওয়া যাবে সেই ফাইলগুলো আনজিপ করে আপনার ডেক্সটপ এ নতুন একটি ফোল্ডার তৈরি করে সংরক্ষন করুন।

এই ফাইলগুলো অবশ্যই আপনার কম্পিউটার ডাউনলোড করে যেকোনো একটি ফোল্ডার এ সংরক্ষন করুন।

এবার আপনার কম্পিউটার এর যে দ্রাইভ এ উইন্ডোজ ইন্সটল করেছেন সেই ড্রাইভে "proXPN" সফটওয়্যার ইন্সটলেশন ডিরেক্টরি তে প্রবেশ করুন করুন তারপর "Bin" নামের একটা ফোল্ডার পাবেন সেটাতে প্রবেশ করুন। যেমনঃ C:\Program Files\proXPN\bin

এবার সেখানে আপনি নিচের ছবির মত বেশ কয়েকটি ফাইল দেখতে পাবেন সেখানে থেকে চিন্নিত ফাইল দুইটির চালু করার পারমিশন পরিবর্তন করতে হবে।

এখানে যে ফাইল গুলো চিহ্নিত করা হয়েছে সেই ফাইলগুলো চালনা করার জন্য প্রশাসক এর অনুমোদন দিতে হবে।

যেকোনো ফাইলে (openvpn.exe proxpn.exe) অ্যাডমিন এর পাওয়ার দিয়ে চালু করার জন্য  ফাইলের উপরে মাউসের রাইট ক্লিক করুন তারপর প্রোপার্টিজ এ ক্লিক করুন। এবার নিচের ছবির মত করে দুইটি ফাইলের চালুর জন্য অ্যাডমিন এর পারমিশন দিয়ে ফাইলগুলো সংরক্ষন করুন।

নোটঃ আপনি যদি উইন্ডোজ ২০০০ বা এক্সপি ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনাকেই এই স্টেপ অনুসরণ না করলেও হবে।

এভাবেই ফাইলগুলোর জন্য অ্যাডমিন এর পারমিশন দিতে হবে। তার পর ফাইলগুলো সংরক্ষন করে সেখানেই রেখে দিতে হবে।

এর পরে প্রথমেই ডাউনলোড করেছেন সেই ফাইলগুলোর মধ্য থেকে bdrong.com-pagol.ovpn ফাইলের উপরে রাইট ক্লিক করুন এবং নিচের দেখানো ছবির মত করে এ ক্লিক করুন।

এভাবেই চিহ্নিত স্থানে ক্লিক করে ফাইলটি চালু করুন, ফ্রি ইন্টারনেট ব্যবহার করার জন্য।

এবার নিচের ছবির মত আসবে এবং আপনার কাছে ইউজারনেম ও পাসোয়ার্ড চাইবে। তাই ইউজারনেম ও পাসোয়ার্ড হিসেবে নিচে দেয়া তথ্য গুলো ব্যবহার করুন।

Username: freeopenvpn
Password: J8hfCiu6W


এভাবেই ব্যবহারকারী নাম ও পাসোয়ার্ড লিখুন। তারপরে কিবোর্ড থেকে এন্টার বাটনে চাপ দিন।

নোটঃ এখানে পাসোয়ার্ড লেখার সময় প্রদর্শিত হবে না তাই। তাই অন্ধকারেই আপনাকে ঢিল মারতে হবে অথবা পাসোয়ার্ড কপি করে পেস্ট করুন এবং এন্টার বাটনে চাপ দিন।

এবার কিছুক্ষণ অপেক্ষা করুন দেখবেন আপনার ইন্টারনেট কানেকশন নিচের ছবির মত একটি ইনফরমেশন ম্যাসেজ দিবে। তাহলেই মনে করবেন আপনার ফ্রি ইন্টারনেট সার্ভিস অ্যাক্টিভ হয়ে গেছে :)

ফ্রি ইন্টারনেট কানেকশন হয়ে গেছে :)

ব্যাস হয়ে গেলো ফ্রি ইন্টারনেট সার্ভিস :D এখন থেকে চুটিয়ে ব্যবহার করা যাবে ইন্টারনেট

এই ভিপিএন ব্যবহার করার কারনে আপনা ফুলস্পিড এ ডাউনলোড করতে পারবেন। সেই সাথে ব্লক হয়ে যাওয়া সকল ওয়েব সাইটগুলোও দেখতে পারবেন যেমনঃ ইউটিউব ও অনান্য যেকোনো ব্লক করা ওয়েব সাইট :D

এই পদ্ধতিতে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে যেকোনো সমস্যা হলে এই বিডিরঙ ফোরামের এই টপিক এ আপনার সমস্যা গুলো লিখুন, সেখানে আমি নিজেই আপনাদের সকল সমস্যার সমাধান দেবো।

বিডিরঙ ফোরাম এর লিংকঃ http://bit.ly/RtIC28


আপডেটঃ এখন উপরের কনফিগ ফাইলটি ডাউনলোড করলে কোন ইউজারনেম ও পাসোয়ার্ড দিয়ে হবে না। এটা স্বয়ংক্রিয় ভাবে ইন্টারনেট চালু করে দেবে। আর একবার ইন্টারনেট চালু হয়ে গেলে ব্ল্যাক উইন্ডো টি বন্ধ করবেন না।

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Thanks for your comment