অ্যান্টি ভাইরাস, ফায়ারওয়াল, পেনড্রাইভ ভাইরাস, আননেসেসারি ফাইল ক্লিয়ারসহ সব কিছু একসাথে করুন

উইন্ডোজে কতরকম সফটই না আমরা ব্যবহার করছি বিভিন্ন কাজের জন্য।

আমাদের সাধারণত এইসবের জন্য বিভিন্ন সফট ব্যবহার করতে হয়-

  • ১.  ভাইরাস
  • ২. পেনড্রাইভ ভাইরাস
  • ৩.  জাঙ্ক ফাইল ক্লিয়ার
  • ৪. ডিস্ক ডিফ্র্যাগমেন্ট
  • ৫.  রেজিস্ট্রি ফিক্সআপ

ইত্যাদি ইত্যাদি।

এতসব কাজের জন্য নানা প্রতিষ্ঠানের নানা সফটওয়্যার ব্যবহার করায় পিসি স্লো প্লাস ঝামেলাও হয়।

তাই সিস্টেম মেকানিক ব্যবহার করতে পারেন। এটাতে যা যা করা যাবে, তাতে এক কথায়- পিসির স্বাস্থ্য ভালো থাকবে। শুধু ভালো নয়, বেস্ট বলা যেতে পারে।

system-mechanic.gif

এটার ফিচারগুলো দেখে নেওয়া যাক ( ভার্সন-৮ প্রফেশনাল ) -

  • ১. একটা মাত্র ক্লিক দিয়ে সিস্টেম রিপেয়ার
  • ২. কম্পিউটার যখন আইডল থাকবে, তখন অটোমেটিকালি সিস্টেম মেকানিকের বিভিন্ন ইউটিলিটি রান করা
  • ৩. চমৎকার অ্যান্টিভাইরাস
  • ৪. চমৎকার ফায়ারওয়াল
  • ৫. পিসি টোটাল কেয়ার টুল
  • ৬. পিসি অ্যাক্সিলারেট, রিপেয়ার, ক্লিন আপ, সিকিউরিটি
  • ৭. হার্ডডিস্ক ডিফ্র্যাগমেন্ট
  • ৮. স্টার্টআপ অপটিমাইজেশান
  • ৯. ইন্টারনেট সেটিংস অপটিমাইজেশান
  • ১০. র‌্যাম ডিফ্র্যাগমেন্ট
  • ১১. সিকিউরিটি ভালনারএবিলিটি দূর
  • ১২. ইন্টারনেটের সমস্ত আননেসেসারি ফাইল ক্লিয়ার
  • ১৩. জাঙ্ক ফাইল ক্লিয়ার
  • ১৪. রিমুভ স্পাইওয়্যার
  • ১৫. রিপেয়ার রেজিস্ট্রি প্রবলেমস
  • ১৬. রিপেয়ার ব্রোকেন শর্টকাটস
  • ১৭. রিপেয়ার হার্ড ড্রাইভ প্রবলেমস
  • ১৮. ইন্টারনেট ব্রাউজিং ট্র্যাকস ক্লিযার
  • ১৯. সিকিউরলি ফাইল ডিলিট(যেট ডেটা রিকভারি সফট দিয়েও রিকভার করা যায় না)
  • ২০. ডুপ্লিকেট ফাইল রিমুভ
  • ২১. আনইনস্টল সফটওয়্যার
  • ২২. রিকভার ডিলিটেড ডেটা

এছাড়া আরও অনেক কিছু।

আমি এভিজি৮আনইনস্টল করে দিয়েএইটা ইউজ করছি।

নেট থেকে এই সফটওয়্যারের প্রফেশনাল ভার্সন ডাউনলোড করে নিন

এখান থেকে অ্যাক্টিভেটর পাবেন SaveFrom.net

অ্যাক্টিভেশান বেশ ঝামেলা, তবে সফটটা চমৎকার!

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Thanks for your comment