নকিয়া S60V5 সেটে বাংলা লেখা। সফটওয়্যার দিয়ে ইনস্টল করুন বাংলা!!!!!!!

এই সফটওয়্যারটির মাধ্যমে আপনার ফন্টগুলো বড় ছোট করতে পারবেন এবং বোল্ড ইটালিক ও করা যাবে।

আরও অনেক সুবিধা আছে  ইনস্টল করেই দেখুন।

হ্যাঁ আজকে যে টিউনটি করতে যাচ্ছি সেটা অ্যাপ্লাই করে একটি শিশু বাবুও বাংলা ব্যবহার করতে পারবে নকিয়া S60V5 সেটে।

তাহলে দেখুন কিভাবে করবেন।

প্রথমে আপনাকে vrinda নামক ফন্টটি ডাউনলোড করতে হবে।

এখন নিচের এই দুটি সফটওয়্যার ডাউনলোড করুন।

প্রথমে FontRouterLT.sisx ডাউনলোড করুন।

দ্বিতীয়FontRouterMan1.0.6.sisx ডাউনলোড করুন।

এবার ডাউনলোড করা হয়ে গেলে, প্রথম সফটওয়্যারটি ইনস্টল করার পরে  দ্বিতীয়টি ইনস্টল করুন ।

শুরুতে সফটওয়্যার দুটি সাইন ইন করে নিন।

বিঃদ্রঃ সফটওয়্যার দুটি ফোন মেমোরীতে  ইনস্টল করতে হবে।

এবার নিচের স্ক্রীনশটগুলোর দিকে লক্ষ করুন।

FontRouterMan নামক সফটওয়্যারটি ওপেন করুন।

এবার অপশন থেকে open font সিলেক্ট করুন।

এখন আপনার  ডাউনলোড কৃত  vrinda  ফন্টটি যেই ফাইলে রাখা আছে সেটিকে দেখিয়ে দিন।

এখানে আমি যেভাবে দেখিয়েছি । এবার সিলেক্ট করে  ফিরে আসুন।

তারপরে আপনার সেলফোনটি রিস্টার্ট করুন।

ব্যাস এবার দেখুন । কত সুন্দর না ??

Previous
Next Post »

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

Thanks for your comment