আপনার এ্যন্ড্রয়েড ফোনকে বানিয়ে ফেলুন গ্রেট লুকিং

নতুন এ্যন্ড্রয়েড ফোন কিনেছেন,স্বাভাবিকভাবেই চাইবেন এটা দেখতে অন্যদের থেকে একটু আলাদা হোক।প্লে স্টোরে অনেক আপস আছে যা আপনার এ্যন্ড্রয়েড ডিভাইসকে শুধূ গ্রেট লুকিং ই দেবেনা বরন দেবে ভিন্ন ধরনের অভিজ্ঞতা।যেমন,স্ক্রীন লকার থেকে শুরু করে হোম স্ক্রীন,আপস সর্টকাট,উইডগেট ইত্যাদি।

কাস্টমাইজ লক স্ক্রিনঃ

এ্যন্ড্রয়েডের লক স্ক্রীন এমনিতেই গ্রেট তারপরো আপনি যদি ভিন্ন স্বাদ পেতে চান তাহলে ব্যাবহার করতে পারেন

Go locker:এই আপসে পাবেন বিভিন্ন ধরনের থিম এবং আপনি আপনার স্টাইল বেছে নিতে পারবেন।

ডাউনলোড Go locker

Holo locker:অনেকটা জেলি বিনের মত লক সিস্টেম সিম্পল এবং দ্রুত।

ডাউনলোড Holo locker

কাস্টমাইজ হোম স্ক্রীনঃ

এখন হোম স্ক্রীনে বিভিন্ন ধরনের অয়াল পেপার এবং ল্যাঞ্ছার ব্যাবহার করতে পারেন এর মধ্যে আছে

Photosphere live wallpaper: এই আপসের মাধ্যমে ফটোস্পায়ার ইমেজ লাইভ ওয়াল পেপার হিসাবে ব্যাবহার করা যাবে।

ডাউনলোড Photosphere live wallpaper

Apex launcher:অত্যন্ত জনপ্রিয়  এ্যন্ড্রয়েড ল্যাঞ্ছার ,এই আপসএর মাধ্যমে আইকন কাস্টমাইযেশন,স্ক্রাবল ডক,ফ্যান্সি ট্রান্সিশন এফেক্ট,ফোল্ডার প্রিভিউ স্টাইলসহ অনেক অপশন আছে।

ডাউনলোড Apex launcher

Go launcher EX:এটাও অসাধারণ ল্যাঞ্ছার।নতুন থিম ডাউনলোড করা যাবে।

ডাউনলোড Go launcher EX

কাস্টমাইজ নোটিফিকেশন এবং উইডগেটঃ

নোটিফিকেশন সিস্টেম এ্যন্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে অনেকটা এগিয়ে রেখেছে।এর  নোটিফিকেশন সিস্টেম এর জন্য ব্যাবহারকারী আপ টু ডেট থাকতে পারে।

Light flow lite:শুধু মাত্র এল ই ডি সাপোর্টেড স্মার্টফোনের জন্য।

ডাউনলোড Light flow lite

Appkicker:সাধারণ একটি এ্যন্ড্রয়েড উইডগেট যার মাধ্যমে আপনার সচারচর ব্যাবহৃত আপস গুলো লিস্ট আকারে রাখে যার ফলে পরিবর্তিতে সহজে প্রবেশ করা যায়।

ডাউনলোড Appkicker

Beautiful widgets free:প্রথমে এটা পেইড আপস থাকলেও এখন এটা ফ্রি আপস।ব্যবহার করেই দেখেন

ডাউনলোড  Beautiful widgets free

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Thanks for your comment