আজকে আমি আপনাদের সাথে আপনার পিসিকে নির্দিষ্ট সময়ে শাটডাউন,রিস্টার্ট অ্যান্ড লগ অফ করার ছোট্ট একটি সফটওয়্যার শেয়ার করব, যেটি আপনার সেটিং করে দেয়া নির্দিষ্ট সময়ে পিসিকে অটোম্যাটিক্যালি শাট ডাউন, রি-স্টার্ট করবে।এটি একটি ফ্রি সফটওয়্যার, ফলে এটা ব্যবহারে কোন আইনগত বাধা নেই।যেমন ধরুন
আপনি রাতে শোবার সময় ২/৩ঘন্টার একটি ডাউনলোড দিবেন। সেক্ষেত্রে এই সফটওয়্যারটিতে ২বা ৩ ঘন্টা পর একটি নির্দিষ্ট সময়ে পিসি শাট ডাউন অর রিস্টার্ট অর লগ
অফশনে টাইম সেট করে দিলেন। আপনি ঘুমিয়ে পরলেন-আপনার ডাউনলোড হবার পর আপনার সেট করে দেয়া নির্ধারিত সময়ে পিসি নিজে নিজেই শাট ডাউন করবে।
এ ধরনের আরো অনেক সুবিধা পেতে পারি ছোট্ট এই সফটওয়্যারটির মাধ্যমে। সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করুন এখান থেকে।
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon