ফটোশপ এবং ইলাস্ট্রেটর এ বাংলা লেখার সহজ পদ্ধতি

ফটোশপে বাংলা লেখার ক্ষেত্রে অনেকেই সমস্যার সম্মুখিন হয়ে থাকেন। তাই যারা এধরনের সমস্যার সম্মুখিন হয়ে থাকেন তাদের জন্যই এবারের টিউন টি করা। যাদের এ ধরনের সমস্যা নেই, তাদেরকে বলছি কষ্ট করে বাকি টুকু পরার কোন প্রয়োজন নেই ..........

যদি অভ্র না থাকে তাহলে এখান থেকে অভ্র ডাউনলোড করে ইন্সটল করে নিন। ইন্সটল সম্পন্ন হবার পর কম্পিউটারটি রি-স্টার্ট

করে নিন।

এবার নিচের প্রক্রিয়াটি অনুসরন করে অভ্র দিয়ে ফটোশপে বাংলা লিখুন-

১. যেকোন একটি ANSI ফন্ট ডাউনলোড করে নিন (যেমন Siyam Rupali ANSI, Kalpurush ANSI) এবার ডাউনলোড করা ফন্ট টি C:\Windows\Fonts এ পেষ্ট করে দিন।

২. এবার Avro Settings > Output as ANSI > Use ANSI anyway (চিত্র ১.১ ও ১.২)

৩. এবার ফটোশপ ওপেন করে বাংলা লিখুন (চিত্র ১.৩)

Previous
Next Post »

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

Thanks for your comment