কোন সফটওয়্যার ছাড়াই ফোল্ডারকে পাসওয়ার্ড দিয়ে প্রটেক্ট করুন

আমরা এতদিন কত সফটওয়্যার বা এপ্স ব্যাবহার করেছি ফোল্ডারকে লক করার জন্য ।
এতে অনেক অসুবিধাও হয়েছে । ফুলভার্সন লক ফোল্ডার খুজতে খুজতে জান শেষ । আবার কিছু পেলেও দেখা যায় ভাইরাসে ভরা সাথে ১০০ সমস্যা । আর কোন সমস্যা এই ব্যাপারে হবে না আশা রাখি ।কারন আজ আমি দেখাবো কি করে কোন সফটওয়্যার ছাড়া ফোল্ডার পাসওয়ার্ড দিয়ে লক করবেন ।

lock folder কোন সফটওয়্যার ছাড়াই ফোল্ডারকে পাসওয়ার্ড দিয়ে প্রটেক্ট করুন

১) প্রথমে আপনার নোটপেড ওপেন করুন ।

২) এখন কোডটি কপি করে নোটপেড এ পেস্ট করুন

cls
@ECHO OFF
title Folder Locker
if EXIST “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}” goto UNLOCK
if NOT EXIST Locker goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure u want to Lock the folder(Y/N)
set/p “cho=>”
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Locker “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”
attrib +h +s “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”
echo Folder locked
pause
goto End
:UNLOCK
echo Enter password to Unlock folder
set/p “pass=>”
if NOT %pass%==alltechbd goto FAIL
attrib -h -s “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”
ren “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}” Locker
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Locker
echo Locker created successfully
pause
goto End
:End

৩) এখন lock.bat নামে সেভ করুন । আপনি অন্য নামেও সেভ করতে পারেন তবে নামের শেষে অবশ্যই .bat থাকতে হবে ।

৪) এখন lock.bat এর উপর ডাবল ক্লিক করুন । ক্লিক করলে lock নামে একটি ফোল্ডার আসবে । এখন আপনি যা লুকাতে চান তা এই lock ফোল্ডারে রাখুন ।

৫) এখন আবার lock.bat এর উপর ডাবল ক্লিক করুন । একটি কমান্ড বন্স আসবে এবং Y লিখে ইন্টার চাপুন ।

৬) যখন আপনি আনলক করতে যাবেন ,তখন lock.bat এর উপর ডাবল ক্লিক করুন পাসওয়ার্ড চাইলে alltechbd দিন । আপনি চাইলে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন । পরিবর্তন করার জন্য কোড নোটপেডে পেস্ট করার সময় alltechbd এর জায়গায় আপনার পাসওয়ার্ড দিন ।

ব্যাস আপনার কাজ শেষ। icon smile কোন সফটওয়্যার ছাড়াই ফোল্ডারকে পাসওয়ার্ড দিয়ে প্রটেক্ট করুন

Previous
Next Post »

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

Thanks for your comment