Dot.TK ডোমেইন ফ্রিতে নিন আজীবন মেয়াদের জন্য…

আমরা সবাই মোটামুটি ডটটিকে ডোমেইনের সাথে পরিচিত, ফ্রি ডোমেইনের ভিতর বর্তমানে এটিই সবচেয়ে বেশি ব্যাবহৃত হচ্ছে।
যাদের পক্ষে পেইড ডোমেইন কিনে ওয়েব সাইট তৈরি সম্ভব না তাদের ডটটিকেই ভরসা।
কিন্তু যতই হোক ফ্রি তো?
১ বছর পরে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে সাধের ডোমেইনের, ফলে আমরা হারাচ্ছি ভিজিটর। নতুন ডোমেইন রেজিষ্ট্রেশন করলেও এই ঘাটতি আর কাটিয়ে ওঠা সম্ভব হয়ে উঠছেনা।
আচ্ছা যদি এই ডোমেইনটি আজীবন মেয়াদের জন্য পাওয়া যায় তাহলে কেমন হয়?
আর কথা না বাড়িয়ে চলুন সেটাই শিখে নেই।
MG1hl4o Dot.TK ডোমেইন ফ্রিতে নিন আজীবন মেয়াদের জন্য...
১. প্রথমে এই লিংকে dottk.wap.sh যান
২. এবার যেকোনো এক্সটিজেম অথবা ওয়াপকা সাইটের লিঙ্ক দিয়ে নেক্সট করুন,
৩. এবার আপনার পছন্দের DoT.TK ডোমেইনটি লিখে নেক্সট করুন, যদি সেটি খালি না থাকে তাহলে অন্য নাম দিয়ে চেষ্টা করুন,
৪. আপনার ই-মেইল অ্যাডড্রেস লিখুন,

লক্ষনীয়: আজীবন মেয়াদের ডোমেইন পেতে একটি ই-মেইল একবারই ব্যাবহার করতে পারবেন।
(একটি জিমেইল আইডি দিয়ে যত খুশি ই-মেইল আইডি বানানোর পদ্ধতি জানতে এই লিঙ্কের পোস্টটি দেখুন)

৫. এবার my.dot.tk তে ঢুকে লগিন এর জায়গায় শুধু ইমেইল দিয়ে নিচের “Resend new registration email” এ ক্লিক করুন
৬. এবার আপনার ই-মেইল ইনবক্সে দেখুন ২টি নতুন ই-মেইল এসেছে, তার ভিতর ২য় টি অর্থাৎ যেটি পরে এসেছে সেটি ফলো করে ই-মেইল ভেরিফাই করে নিন।
৭. এবার আপনার ই-মেইল আর কফার্মেশন মেইলে পাওয়া পাসওয়ার্ড দিয়ে ওই পেজের নিচে থাকা লগিন বক্স থেকেই লগিন করুন।

অভিনন্দন্দন! আপনি সফল হয়েছেন।

এবার নিজের মতো ডোমেইন প্যানেলে গিয়ে url forwarding, dns অথবা A pointing সিস্টেমে ডোমেইন সেটআপ করে নিন।

আর উপভোগ করুন আজীবন মেয়াদের DoT.TK ডোমেইন।

Previous
Next Post »

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

Thanks for your comment