কোন 3rd party software ছাড়া শুধূ ডস কমান্ড দিয়ে আপনার পেনড্রাইভকে Bootable windows 7 -এ তৈরি করুন

পেন ড্রাইভ-এর undefinedউপকারিতা কি কি তা আমাদের সবারই জানা আছে। এই পেন ড্রাইব-এর অনেকগুলো উপকারিতার মধ্যে একটি উপকারিতা হল এটা দিয়ে খুব সহজে এবং দ্রুততম সময়ে অপারেটিং সিস্টেম ইন্সটল করা যায়। কিন্তু এই সুবিধা ভোগ করার জন্য আমাদেরকে 3rd party software ব্যবহার করতে হয়। কিন্তু এখন আর 3rd party software ব্যবহার করতে হবে না আপনাকে Bootable windows 7 তৈরি করতে। আসুন দেখে নিই কিভাবে--

আপানার যা প্রয়োজন - ১। ৪ জিবি পেন-ড্রাইভ (NTFS ফাইল সিস্টেম -এ ফরম্যাট করা) এবং windows 7 installation ডিস্ক।

এখন শুরু করা যাক Bootable windows 7 তৈরি করা --

১। প্রথমে আপনি ডস কমান্ড ওপেন করুন। Start>>>all programs>>>accessories>>>Command prompt

২। এখন টাইপ করুন Xcopy X:\*.* /s/e/f Y:\

মনে রাখা প্রয়োজন যে, এখানে X দিয়ে সিডি ড্রাইভকে এবং Y দিয়ে পেন-ড্রাইভকে বুঝানো হয়েছে।

Where X is the CD drive containing installation disk and Y is the Pen Drive. Change it as your own CD Drive and Pen drive letter

৩। এখন আপনার Bootable windows 7 তৈরি করা শুরু হবে বেশি হলে ৫-১০ মিনিট সময়  লাগবে।

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Thanks for your comment