গ্যালাক্সি এস৫ এর হোমস্ক্রিন হবে উইন্ডোজ ফোনের মতো

গ্যালাক্সি এস৫ এর হোমস্ক্রিন হবে উইন্ডোজ ফোনের মতো

 ।। স্মার্টফোন গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি সিরিজ হচ্ছে  স্যামসাংয়ের গ্যালাক্সি এস সিরিজ।গত বছর এপ্রিল নাগাদ স্যামসাং গ্যালাক্সি এস ৫ বাজারে আনার ঘোষণা দেয় কোরিয়ান এই ইলেকট্রনিক্স জায়ান্ট।  আর সেটি নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহেরও কমতি নেই। সম্প্রতি ফাঁস হওয়া কিছু ছবি দেখে ধারণা করা হচ্ছে কোম্পানিটির ফ্ল্যাগশিপ সিরিজের আগামী এই ফোনের হোমস্ক্রিনে থাকছে উইন্ডোজ ফোনের ছোঁয়া।
ইভলিকসের টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত ফোনটির কিছু ছবিতে দেখা যায় এর হোমস্ক্রিন অনেকটাই উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত ফোনগুলোর হোমস্ক্রিনের মত। এতে উইন্ডোজ ফোনের মতই হোমস্ক্রিনে বেশ কিছু আড়াআড়ি সারি বা টাইলের মত দেখা যায়। সারিগুলোতে বিভিন্ন অনলাইন অর্ডার, সামাজিক যোগাযোগ মাধ্যমের নোটিফিকেশন, মেসেজ, খবর সহ নানান তথ্য প্রদর্শিত হয়। যা উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনগুলোতেও দেখা যায়।
তবে অবশ্যই এগুলো কোনটাই এখনও চূড়ান্ত নয়। হয়ত স্যামসাং কেবলই পরীক্ষা করার জন্যে এগুলো করছে, এমনটাও মনে করছেন অনেকে। নিশ্চিত খবর পাওয়ার জন্যে বছরের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে ইতিহাস বলে, টুইটারের এই অ্যাকাউন্ট থেকে ফাঁস হওয়া ছবির অধিকাংশই অবশেষে সত্য বলে প্রমাণিত হয়েছে। এবারই সেই ধারা অব্যাহত থাকে কি না এখন তা কেবল দেখার অপেক্ষা।

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Thanks for your comment