আস্ সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ্র রহমতে ভাল আছেন। আমিও ভাল আছি। আমি আপনাদের সামনে এখন ১ টা গুরুত্বপূর্ণ সফটওয়্যার শেয়ার করব।আশা করি সফটওয়্যারটি আপনাদের কাজে লাগবে।যাহোক কথা না বাড়িয়ে কাজে আসি। আপনাদেরকে আমি এখন সফটওয়্যার এর নাম ও কাজ সহ লিংক দিয়ে দিচ্ছি । এই সফটওয়্যারটা খুবই ভালো একটা সফটওয়্যার। এটার মাধ্যমে আপনি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভকে bootable flash drive এ পরিনত করতে পারবেন। এটার মাধ্যমে আপনি অনেক রকম অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ xp,7 etc ইত্যাদি পেন ড্রাইভ এ রাখতে পারবেন এবং তা থেকে সুন্দরভাবে অপারেটিং সিস্টেম সেটআপ দিতে পারবেন।এখানে আমি সফটওয়্যারটি দিয়েছি zip ফাইল হিসেবে। আপনি জাস্ট এক্সট্রাকট করে নিবেন।তারপর ব্যবহার করা শুরু করে দিন।এই সফটওয়্যারটার কাজ খুব সহজ তাই আর সে বিষয়ে লিখলাম না।
সফটওয়্যারটি ডাউনলোড করতে Click Here
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon