কিছুদিন আগে দেখেছিলাম যে ঢাকায় কোথায় কখন কি ধরনের অপরাধ (যেমন- অপহরন, গাড়ি চুরি, ছিনতাই) হয়েছে তা ম্যাপ এ দেখানোর জন্য একটি এ্যাপ্লিকেশন বানানো হয়েছিল Windows Phone এর জন্য। Windows Phone ব্যাবহারকারী হওয়ায় এ্যাপটি আমার মোবাইলে ইন্সটল করেছিলাম। আমার কাছে এই ধরনের এ্যাপ্লিকেশন এর কনসেপ্টটা ভালো লেগেছিল। ঠিক করলাম একই ধরনের এ্যাপ Android এর জন্যে বানানো যায় কিনা। যেই কথা সেই কাজ। এন্ড্রয়েড এর জন্যেও একই ধরনের এ্যাপ বানিয়ে ফেললাম।
এই এ্যাপ্লিকেশনের কাজ মূলত ঢাকার কোথায় , কখন কি ধরনের অপরাধ হয়েছে তা আপনাকে গুগল ম্যাপ এর সাহায্যে দেখানো। যার ফলে, আপনি আপনার আশেপাশে ঘটে যাওয়া অপরাধ সম্পর্কে জানতে পারবেন এবং সতর্ক থাকতে পারবেন। এ্যাপটি ম্যাপ এর ডাটা দেখানোর জন্যে গুগল ম্যাপ ব্যাবহার করে এবং অপরাধ এর ইনফরমেশন দেখানোর জন্যে DMP এর ওয়েবসাইটে থাকা অপরাধ সংক্রান্ত ইনফরমেশন ব্যাবহার করে। নতুন মাস বা বছরের জন্যে DMP নতুন আপডেট দিলে এ্যাপ্লিকেশনেও নতুন ইনফরমেশন যোগ করা হবে।
এ্যাপটির কিছু স্ক্রিনশট দেয়া হল
এ্যাপটি ডাউনলোড করতে পারবেন এখান থেকে
এ্যাপটি চাইলে Firefox OS ব্যাবহারকারীরাও ব্যাবহার করতে পারবে। লিঙ্ক এখানে।
এই এ্যাপ্লিকেশন সংক্রান্ত আপনাদের সকল প্রকার মতামত বা সমালোচনা আশা করছি। আপনাদের ফীডব্যাক থেকেই এ্যাপটির উন্নয়ন সম্ভব হবে।
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon