৮টি আশ্চর্যজনক Websites

দৈনন্দিন জিবনে আমরা বিভিন্ন ধরনের ওয়েব সাইট ভিজিট করে থাকি। প্রত্যেকটা ওয়েব সাইট একটি নির্দিষ্ট উদ্দেশ্যে/লক্ষ্য কে কেন্দ্র করে তৈরি করা হয়। এবং এতে বিভিন্ন রকম ডিজাইন করে বেশ আকর্ষনীয় করা হয়।
এগুলোর মাঝে ব্যবসায়িক ওয়েব সাইটের পরিমাণই বেশি লক্ষ্য করা যায়। এছাড়া অর্গানাইজেশন এবং নেটওয়ার্কিং ভিত্তিক ওয়েব সাইটের জনপ্রিয়তা তো রয়েছেই। পাশাপাশি তথ্যবিত্তিক ওয়েব সাইট থেকে শুরু করে নানান প্রয়োজনীয় ওয়েব সাইট প্রয়োজনের তাগিদে তৈরি করা হচ্ছে। তবে এগুলোর যাই হোক না কেন, ব্যতিক্রমধর্মী ওয়েব সাইট কিন্তু খুব কমই দেখা যায়।
আমি আজ আপনাদের সাথে কিছু আশ্চর্যজনক ব্যতিক্রমধর্মী ওয়েব সাইট শেয়ার করব, যেগুলো মূলত মানুষকে আশ্চর্য করবার জন্যই তৈরি করা হয়েছে।
এগুলোতে অনেক সুন্দর করে নিখুত ভাবে প্রোগ্রামিং এর কাজ করা হয়েছে যা দেখলেই যে কেউ আশ্চর্য হবারই কথা।
নিম্নে সেগুলোর লিংক শেয়ার করা হল-
(উল্লেখ্য যে, কয়েকটা ওয়েব সাইট লোডিং হতে হয়তো কিছুক্ষন সময় বেশী নিতে পারে)

1. Dontclick.it

dontclick1 1024x533 ৮টি আশ্চর্যজনক Websites প্রত্যেকেই ভিজিট করুন ওয়েবসাইটের লিংক

2. Phoong.com

phoong ৮টি আশ্চর্যজনক Websites প্রত্যেকেই ভিজিট করুন ওয়েবসাইটের লিংক

3. Bouncy-balls

bouncyballs 1024x575 ৮টি আশ্চর্যজনক Websites প্রত্যেকেই ভিজিট করুন ওয়েবসাইটের লিংক

4. New.gabrieleperici.com

gabriel 1024x456 ৮টি আশ্চর্যজনক Websites প্রত্যেকেই ভিজিট করুন ওয়েবসাইটের লিংক

5. Yugop.com

yugot 1024x580 ৮টি আশ্চর্যজনক Websites প্রত্যেকেই ভিজিট করুন ওয়েবসাইটের লিংক

6. Bfish book

bfishbook 1024x527 ৮টি আশ্চর্যজনক Websites প্রত্যেকেই ভিজিট করুন ওয়েবসাইটের লিংক

7. Skydiver-mike.de

skydriver ৮টি আশ্চর্যজনক Websites প্রত্যেকেই ভিজিট করুন ওয়েবসাইটের লিংক

8. Iwit.nl

iwit 1024x629 ৮টি আশ্চর্যজনক Websites প্রত্যেকেই ভিজিট করুন ওয়েবসাইটের লিংকে











পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Thanks for your comment