ল্যান কানেকশন যুক্ত কম্পিউটার নিয়ন্ত্রন করুন

যা দিয়ে আপনারা নেটওয়ার্কিং এর কাজে লাগাতে পারবেন এবং ল্যান কানেকশন যুক্ত পিসিগুলো সহজেই রিমোট কন্ট্রোল করতে পারবেন। বিশেষ করে সাইবার ক্যাফে, ট্রেনিং সেন্টার ও অফিসগুলোতে ব্যাবহার উপযোগী একটা সফ্টওয়্যার। মজার ব্যাপার হচ্ছে সফ্টওয়্যারটির সাইজ মাত্র ৭২১ কেবি (অর্থাৎ ১ মেগাও নয়)।

তো চলুন ডাউলোড করে কাজ শুরু করে দেই। ডাউনলোডের জন্য এই লিংকে ক্লিক করুন।

ডাউলোড শেষ হলে ইনষ্টল করে ফেলুন। এর পর কনফিগারের জন্য টাস্ক বারে যে VNC ভিউয়ার এর আইকন আছে তার উপর রাইট বাটন ক্লিক করে Options এ ক্লিক করুন।

> তারপর Authentication ট্যাব থেকে Configure এ ক্লিক করুন ।

> এর পর আপনার পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড দিয়ে OK করুন। (এই পাসওয়ার্ড পরে ওপেন করতে লাগবে)

এই ভাবে সবগুলো পিসিতে সেট আপ করে ফেলুন।

এবার Start মেনু থেকে All Programs > RealVNC > VNC Viewer 4 > Run VNC Viewer এ ক্লিক

করে সফ্টওয়্যারটি রান করুন। তারপর যে পিসি ওপেন করতে চার তার আইপি এড্রেস টা Server এ লিখে দিন।

এরপর পাসওয়ার্ড চাইবে। তখন ঐ আইপির পিসিতে কনফিগার করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন

তা দিয়ে OK করুন।

ব্যাস এবার মনের ইচ্ছা মতো নিজের পিসিতে বসে অন্য পিসিতে কাজ করুন।

Previous
Next Post »

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

Thanks for your comment