প্রায় ১ সপ্তাহ আগে।
অনেক আশা করে উইন্ডোজ ৮.১ সেটআপ দিয়ে ছিলাম এক বন্ধুর থেকে ডিভিডি নিয়ে।
সব কিছু ঠিক ঠাক,সাথে উইন্ডোজ অ্যাক্টিভ করার জন্য Windows Vista - 7 - 8 - 8.1 KMS Activator Ultimate 2014 v1.7 পেলাম ।
ঠিক ভাবে উইন্ডোজ ৮.১ অ্যাক্টিভ ও হয়ে গেল।
সব ভালই চলছিল।
আজকে কম্পিউটার এ ঘাঁটাঘাঁটি করতে গিয়ে একটা জিনিস খুঁজে পেলাম,ও লক্ষ্য করলাম এবং অবাক হলাম, যে সাধের উইন্ডোজ ৮.১ কে
Windows Vista - 7 - 8 - 8.1 KMS Activator Ultimate 2014 v1.7 দিয়ে অ্যাক্টিভ করেছিলাম ওইটা আমার পিসির মহা শত্রু । আমার অনলাইনে বিভিন্ন অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড হ্যাক করছে আমার অজান্তে।
নীচে কিছু ছবি দিলাম।
advance system care এর toolbox থেকে startup manager -----------------------------------
এই Microsoft windows টায় হল হ্যাকার দের বানানো ফাঁদ।
এই অ্যাপ টা windows active করার সময় চলে এসেছে।
এটি disable করার আগ পর্যন্ত প্রতিবার কম্পিউটার চালু হবার সময় অ্যাক্টিভ হয়ে যেত।
এবং অনলাইন এর বিভিন্ন অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড হাতিয়ে নিত।
বিভিন্ন সেশনের পাসওয়ার্ড টেক্সট ফাইল এ জমা হত। এবং হ্যাকার দের সার্ভার এ চলে যেত ।
ছবিতে সেভ হওয়া আমার গুগল অ্যাকাউন্ট এর ইউসার নেম এবং পাসওয়ার্ড দেখা যাচ্ছে।
আরও অনেক ইউসার নেম এবং পাসওয়ার্ড সেভ হইছে যে গুলো আমি windows active করার পর ব্যাবহার করছি ।
সমাধান-
যারা ইতিমধ্যে Windows Vista - 7 - 8 - 8.1 KMS Activator Ultimate 2014 v1.7 দিয়ে উইন্ডোজ অ্যাক্টিভ করছেন ।
তারা ফাইল গুলো ডিলেট করে দিন।
এবং পিসি স্টার্ট দিন ।
আশা করি এতে হ্যাকার এর কবল থেকে বাঁচবেন।
ধন্যবাদ
ফেসবুকে আমি ।
2 comments
Click here for commentsপোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon