404 এরর কি?

৪০৪ এরর হল একটি ওয়েবসাইটের কমন মেসেজ যেটা নির্দেশ করে ওয়েবপেজটি পাওয়া যায় নি। আবার এটি হতে পারে যদি ইউজার কোন পুরাতন কিংবা ভুল লিঙ্কে ক্লিক করে তাহলে এই মেসেজটি দেখাতে পারে।" ৪০৪ এরর বলতে বোঝায় যে, সার্ভারটি চলমান(valid), কিন্তু ওয়েবপেজটি কিংবা ওয়েবপেজে যাওয়ার পথটি(path) বৈধ(valid) নয়"

প্রশ্ন জাগতে পারে কেন একে "মিসিং ওয়েবপেজ এরর?" না বলে "৪০৪ এরর" বলা হয়? যখন ওয়েব সার্ভার একটি পেজ খুঁজে পায় না, তখন ওয়েব সার্ভার থেকে ৪০৪ এরর উপন্ন হয় । আর এই এরর কোড সার্চ ইঞ্জিন বুঝতে পারে। ফলে সার্চ ইঞ্জিন সার্চ রেজাল্ট থেকে এই পেজটিকে সরিয়ে রাখে। এমনকি ৪০৪ এররকে ওয়েবস্ক্রীপ্ট এবং ওয়েব মাস্টার টুলগুলো সনাক্ত করতে পারে। ফলে ওয়েবমাস্টাররা ঐ পেজটিকে সনাক্ত করে ঠিক করার চেষ্টা করে।

৪০৪ বলার কারণ: WWW এর প্রথম ডাটাবেজ বসানো হয় সুইজারল্যান্ডের একটি অফিসের চারতালার ৪০৪ নাম্বার রুমে। সেখানে ফাইল আদান প্রদান করার সময় ভুল থাকলে “৪০৪: পাওয়া যায়নি” মেসেজ লেখা হত। সেখান থেকে আসা শব্দটি দ্বারা এখন সার্ভারে পেজ পাওয়া না গেলে ৪০৪ এরর দেখানো হয়।
অনুরুপ: ৪০৩: মানে হল নিষিদ্ধ । যেখানে সাধারণ ইউজার প্রবেশের অনুমতি নেই।

404error

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Thanks for your comment