address bar ,কি ?

অ্যাড্রেসবার হল ওয়েব ব্রাউজারের উপরের অংশে থাকা একটি টেক্সট লেখার জায়গা যেখানে বর্তমান ওয়েব পেজের ইউআরএল(URL) প্রদর্শিত হয়। অ্যাড্রেসবারে ইউজার ম্যানুয়েলি ইউআরএল বসাতে পারেন। যখন আমরা নতুন ওয়েবপেজ এ প্রবেশ করি তখন অ্যাড্রেসবারের ইউআরএলটি স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়। কোন একটি ওয়েবপেজের ইউআরএল দেখার জন্য অ্যাড্রেসবার লক্ষ করা হয়। যদি ইউজার কোন নির্দিষ্ট ওয়েবসাইট বা ওয়েবপেজে ভিজিট করতে চায় তাহলে অ্যাড্রেসবারে ওয়েব অ্যাড্রেসটি(URL) বসিয়ে এন্টার চাপ দিলে ব্রাউজারে ওয়েবপেজটি খুলবে। এছাড়া কী-বোর্ডের এফ সিক্স(F6) বাটন চেপেও অ্যাড্রেসবারে যাওয়া যায়।

address-bar

Previous
Next Post »

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

Thanks for your comment