ঠাণ্ডার মতোই ছড়াবে কম্পিউটার ভাইরাস

কম্পিউটার প্রোগ্রামারদের দুষ্টচক্র ভাইরাস বা ক্ষতিকর প্রোগ্রাম বানিয়ে দূরবর্তী স্থানের কম্পিউটারের তথ্য চুরি ও ক্ষতি করে থাকে। বিভিন্ন সার্ভারের মাধ্যমে পিসিতে ভাইরাস ছড়ানোর ঘটনা পুরনো হলেও এবার অফলাইনে থাকা কম্পিউটারের জন্য ভাইরাস তৈরি করেছেন ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ লিভারপুলের গবেষকরা।
 

এক প্রতিবেদনে ম্যাশএবল জানিয়েছে, যেসব জনবহুল স্থানে ওয়াই-ফাই সুবিধা আছে সেখানে এ ধরনের ভাইরাস ছড়ালে কম্পিউটারের গুরুত্বপূর্ণ তথ্য বেহাত হওয়া ছাড়াও দ্রুত তা চারপাশে ছড়িয়ে পড়বে। গবেষকরা আরও জানিয়েছেন, ভাইরাসটি প্রচলিত সর্দি-কাশির মতোই দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

ম্যালওয়্যারটির নাম দেওয়া হয়েছে ‘ক্যামিলিয়ন’। ল্যাবে গবেষণা দেখা গেছে, কোনো নেটওয়ার্কে এটি একবার ঢুকলে দ্রুত চারপাশের ডিভাইসে ছড়িয়ে পড়ে।

ইউনিভার্সিটি অফ লিভারপুলের নেটওয়ার্ক সিকিউরিটি বিভাগের অধ্যাপক অ্যালান মার্শাল জানান, ক্যামিলিওন ভাইরাস অ্যাকসেস পয়েন্ট-এ (এপি) আক্রমণ করলে বুঝতে পারার আগেই ওয়াই-ফাই নেটওয়ার্কে অন্তর্ভুক্ত সব ডিভাইসের ডেটা সংগ্রহ করতে পারবে।

তিনি আরও জানান, ভাইরাসটি এতটাই আগ্রাসী যে, এটি কোনো নেটওয়ার্কে ঢুকলে সবচেয়ে দুর্বল ও গুরুত্বপূর্ণ জায়গায় অনুসন্ধান করে। যদি এটি ফায়ারওয়াল অ্যাকসেস পয়েন্ট খুঁজে পায়, তবে এটি পরবর্তী মূল্যবান তথ্য খুঁজতে শুরু করে।

গবেষকরা আরও জানিয়েছেন, অধিকাংশ সিকিউরিটি সফটওয়্যার ভাইরাসটি খুঁজে পাবে না।

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Thanks for your comment