Clipboard কি?

কম্পিউটারের ক্ষেত্রে ক্লিপবোর্ডের সংজ্ঞা দেয়া যায় এভাবে, কম্পিউটারের র‍্যামের একটি বিশেষ ফাইল বা মেমরি যেখানে কোন ডাটা অন্য কোন স্থানে পেস্ট করার পূর্বে অস্থায়ীভাবে জমা থাকে।

ক্লিপবোর্ড কমান্ড তিনটি- “কাট”(cut),“কপি”(copy),“পেস্ট”(paste)। যখন কোন প্রোগ্রামের এডিট মেনু থেকে “কাট” বা “কপি” কমান্ড  দিয়ে কোন টেক্সট, একটি ইমেজ অথবা অন্য কোন ধরণের ডাটা ফাইল সিলেকশন করা হয়, তখন তা ক্লিপবোর্ডে জমা হয়। একইভাবে প্রোগ্রামের এডিট মেনুতে থাকা “পেস্ট”(paste) কমান্ডের মাধ্যমে ক্লিপবোর্ডের ডাটাকে কোন ডকুমেন্ট কিংবা প্রোগ্রামের মাঝে পেস্ট করা যায়। উদাহরণস্বরূপ, একজন ইউজার তার ফটো অ্যালবাম থেকে কোন ইমেজ কপি করে(ক্লিপবোর্ডে) রাখল এবং এরপর কোন ইমেজ এডিটিং প্রোগ্রাম যেমনঃ ফটোশপে পেস্ট করল।

অপরদিকে ম্যাকিন্টশ দুই ধরণের ক্লিপবোর্ড ব্যবহার করে- ‘ক্লিপবোর্ড’(Clipboard) এবং ‘স্ক্র্যাপবুক’ (Scrapbook)। ‘ক্লিপবোর্ড’ উইন্ডোজের মত একবারে একটি আইটেম জমা রাখে এবং এক সেশন শেষ হয়ে গেলে তথ্যটি পুরোপুরি মুছে যায়। অপরদিকে ‘স্ক্র্যাপবুক’ একইসাথে একাধিক আইটেম জমা রাখতে পারে এবং এক সেশনের পর অন্য সেশনে গেলেও সেটি জমা রাখতে পারে।

এখন ক্লিপবোর্ডে রাখা তথ্য কিভাবে দেখা যাবে? এজন্যে কিছু প্রোগ্রাম আছে। যেমনঃ উইন্ডোজের জন্য বিভিন্ন “ক্লিপবোর্ড ভিউয়ার” সফটওয়্যার পাওয়া যায়। আবার ম্যাক ও এস এক্স-এ ফাইন্ডারের মাধ্যমে এডিট মেনু থেকে “শো ক্লিপবোর্ড” দেয়া যায়।

যখন কোন তথ্য ক্লিপবোর্ডে কপি হয়, তখন পূর্বের ডাটাটি নতুনটির দ্বারা প্রতিস্থাপিত হয়, কারণ ক্লিপবোর্ড ডাটা র‍্যামে জমা হয়। এছাড়াও যখন কম্পিউটার শাট-ডাউন বা রি-স্টার্ট নেয়া হয় তখনও ডিলেট হয়ে যায়।

clipboard

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Thanks for your comment