keylogger কি?

কীলগার হচ্ছে এমন একটি প্রোগ্রাম যা কী-বোর্ডে যা টাইপ করে রাখা হয় তাই রেকর্ড করে। এটা ব্যবহারকারী ইউজার ইনপুট পর্যবেক্ষণ করে এবং যেসব কী প্রেস করা হয়েছে তা সংরক্ষন করে রাখে। এটি একটি টেক্সট ফাইল হিসেবেও সংরক্ষন হতে পারে বা ইমেইলের মাধ্যমে অন্যকোন ব্যবহারকারীকে কী-বোর্ডের মাধ্যমে টাইপ করা তথ্য পাঠিয়ে দিতে পারে। হ্যাকাররা এই ধারনাকে কাজে লাগিয়ে ব্যবহারকারীর পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্যসহ বিভিন্ন তথ্য চুরি করে এবং স্বয়ংক্রিয় ইমেইলের মাধ্যমে তা নিজের কাছে নিয়ে আসে। কীলগার স্পাইওয়্যারের সমপর্যায়ের, কারন হ্যাকাররা ব্যবহারকারীর অজান্তেই প্রোগ্রামটি ইনস্টল করে দেয় এবং বিভিন্ন তথ্য চুরি করে।

কী-লগার থেকে বাঁচার জন্য এন্টিকীলগার ইউজ করা উচিত বা উইন্ডোজ ইউজারের ক্ষেত্রে ভাল মানের এন্টিভাইরাস ব্যবহার করা উচিত। এন্টি-কীলগারের কাজ হল কী-লগারের কাছে ভুল তথ্য প্রেরন করা। অর্থাৎ কীবোর্ডে যা টাইপ করা হয় তা মনিটরে সঠিকভাবেই টাইপ হবে, কিন্তু কী-লগারের কাছে ভুল ইনফরমেশন যাবে। কীলগার প্রথম অবস্থায় প্রোগ্রামাররা তৈরি করেছিল যা মা-বাবা তাদের সন্তাদের উপর ইন্টারনেট ব্যবহারের উপর নজরদারী রাখতে পারে। কিন্তু পরবর্তীতে এটি হ্যাকিং উদ্দেশ্যে অসৎ কাজে ব্যবহার হয়। বর্তমানে সবচেয়ে বেশি পাসওয়ার্ড ও বিভিন্ন তথ্য চুরি হয় কী-লগারের সাহায্যে, তাও এর থেকে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।

Keylogger

Previous
Next Post »

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

Thanks for your comment