নোকিয়া মোবাইল নিয়ে কিছু তথ্য খুজতে গিয়ে হঠাত করে অন্য কিছু পেয়ে গেলাম। শিখার কোনো বিকল্প নাই। তাই লেখে নিলাম।
নোকিয়ার ফোনের মেইন স্ক্রিনে গিয়ে লেখুন-
*#06#
- এতে নোকিয়ার IMEI (International Mobile Equipment Identity) চেক করতে পারবেন।
*#7780#
- ফেক্টরি সেটিংস রিসেট হয়ে চলে আসবে।
*#67705646#
- এতে LCD ডিসপ্লে হতে অপারেটরের লোগো গায়েব হয়ে যাবে।
*#0000#
- মোবাইলের সফটওয়ার ভার্সন দেখা যাবে।
*#2820#
- ব্লটুথ যন্ত্রের এড্রেস জানা যাবে।
*#746025625#
- সীম ক্লকের অবস্থা জানা যাবে।
#pw+1234567890+1#
- সীমের কোনো প্রকার রেসট্রিকসান আছে কিনা তা জানা যাবে।
*#92702689#
- এতে মোবাইলের গোপন মেনুতে চলে যাবেন। যেখানে জানতে পারবেন,
১। মোবাইলের সিরিয়াল নম্বর
২। মোবাইল তৈরীর মাস ও বছর
৩। মোবাইল কেনার দিনক্ষণ (যদি থাকে)
৪। মোবাইলের শেষ মেরামতের দিনক্ষণ (যদি থাকে)
৫। মোবাইলটি কতক্ষণ হতে এখনো পর্যন্ত চালু রয়েছে
*#3370#
- EFR মানে, মাবাইলের নেটওর্য়াক সিগনাল আরো জরদার করতে। এর মাধ্যমে, সহজে কল করা ও রিসিভ করতে পারবেন যা সাধারণত করা দুস্কর। এতে, আপনি আপনার GPRS সার্ভিসের স্পিডে (যদি সার্ভিসটি চালু থাকে) অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করবেন, যদি GPRS সার্ভিসটির নেটওর্য়াকটি তেমন ভালো না অথবা ধীর গতির হয়ে থাকে। ব্যাটারি কিন্তু জলদি জলদি যাবে।
*#3370*
- পূর্বের সার্ভিসটি বন্ধ করতে।
*#7328748263373738#
- এটি দিলেই মোবাইলের সিকিউরিটি কোড ডিফল্টে পরিবর্তিত হয়ে যাবে। ডোফল্ট কোড হল ১২৩৪৫। (বাংলাতে না কিন্তু )
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon