হেলিকপ্টার নাকি মোটরসাইকেল!

 

ক্রিস মিন্নির হেলিকপ্টার টারবাইনের তৈরি মোটরসাইকেলদ্রুতগতির শক্তিশালী মোটরসাইকেল তৈরির লক্ষে হেলিকপ্টারের টারবাইন ব্যবহার করেছেন নিউজিল্যান্ডের মোটরসাইকেল বিশেষজ্ঞ ক্রিস মিন্নি। তিন বছর ধরে ‘ট্রায়াম্ফ’ মোটরসাইকেলটি তৈরির চেষ্টা করছেন ৪৫ বছরের বেশি সময় ধরে মোটর বাইক নিয়ে কাজ চালিয়ে যাওয়া মিন্নি। নিউজিল্যান্ডের হ্যামিল্টন এয়ারপোর্ট ভিত্তিক হেলিকপ্টার মেইনটেন্যান্স ব্যবসা প্রতিষ্ঠান রোটর ক্রাফটও গড়ে তুলেছেন তিনি।
নিউজিল্যান্ড ভিত্তিক ওয়েবসাইট ‘স্টাফ’ এক খবরে জানিয়েছে, ক্রিস মিন্নির হেলিকপ্টারের টারবাইন চালিত বাইকটি এ বছরেই রাস্তায় চলতে পারবে। দ্রুতগতির ও বিশ্বের শক্তিশালী মোটরবাইক তৈরির নতুন উদ্যোগ হিসেবে এই মোটরসাইকেল তৈরির পরিকল্পনা করেন তিনি।  এই বাইকের কাঠামো তৈরিতে তিনি  ব্যবহার করেছেন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তিন সিলিন্ডার মোটরসাইকেল ট্রায়াম্ফ রকেট থ্রি মডেলটিকে। তবে কাঠামোতে বেশি জ্বালানি রাখতে  তিনি এতে বিশেষ পরিবর্তন এনেছেন।
মিন্নি জানিয়েছেন, ফুয়েল ট্যাঙ্কে পরিবর্তন আনার ফলে এখন ৪০ লিটার পর্যন্ত জ্বালানি রাখা যাবে। এই জ্বালানিতে এটি চলতে পারবে সর্বোচ্চ এক ঘণ্টা। এতে যে পাওয়ার প্ল্যান্ট ব্যবহার করা হচ্ছে তা রোলস-রয়েস, অ্যালিসন সি২০বি বা বেল জেট রেঞ্জার ও হিউজ৫০০ হেলিকপ্টারে ব্যবহার করা যায়। ওসেনিয়া এভিয়েশনের তৈরি এই টারবাইনটি ৪২০ হর্সপাওয়ারের। ওয়ান টু ওয়ান গিয়ারে বাইকটি সর্বোচ্চ ২৬০ কিলোমিটার গতি তুলতে পারে। এর গিয়ার ট্রান্সমিশন প্রযুক্তিটি নেওয়া হয়েছে টয়োটার ৪ডব্লিউডি থেকে। অবশ্য এই মোটরসাইকেলটি চালু হতে কিছুটা সময় নেয় এবং শব্দও প্রচুর। তবে বাইক যাতে অতিরিক্ত শব্দ না করে তা নিয়ে বর্তমানে কাজ করছেন মিন্নি। এ বছরের শেষ নাগাদ এই বাইকটির কাজ শেষ হবে বলে জানিয়েছেন তিনি।

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Thanks for your comment