নোকিয়া - ১১০০ মোবাইল দেখেনি এমন মানুষ বোধহয় খুব কমই আছে।
২০০৩ সালে বাজারে ছাড়ার পর থেকে প্রায় ২৫ কোটি নোকিয়া ১১০০ বিক্রি হয়। এটি বিশ্বে সর্বোচ্চ বিক্রি হওয়া মোবাইল ফোন। একই সাথে এটি বিশ্বের সর্বোচ্চ বিক্রি হওয়া ইলেক্ট্রনিক যন্ত্র।
মূলত এটি তৈরি করা হয়েছিল উন্নয়নশীল দেশ এবং সেই সব ব্যবহারকারীদের কেন্দ্র করে যাদের কাছে কল করা, বার্তা পাঠানো এবং অ্যালার্ম ঘড়ি ছাড়া অন্যান্য আধুনিক প্রযুক্তির কোন প্রয়োজনীয়তা ছিল না।
বর্তমান স্মার্ট ফোনের জগতে এটি জাদুঘরে সংরক্ষিত থাকবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য।"
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon