ডেলের সুদৃশ্য ল্যাপটপ

 

ডেল ইনস্পায়রন এন৩৪৩৭ মডেলের ল্যাপটপসম্প্রতি দেশের বাজারে ডেলের ইনস্পায়রন এন৩৪৩৭ মডেলের ল্যাপটপের বিক্রি শুরু হয়েছে। সুদৃশ্য এই ল্যাপটপের ওজন দুই কেজির কম এবং শিক্ষার্থী ও হোম ইউজারদের জন্য ১৪ ইঞ্চি প্রশস্ত পর্দার এই ল্যাপটপে এক টেরাবাইট তথ্য সংরক্ষণের সুবিধা রয়েছে।
চতুর্থ প্রজন্মের কোর আই৫ প্রসেসরনির্ভর ল্যাপটপটিতে রয়েছে চার গিগাবাইট ডিডিআর থ্রি র্যাম। এতে আছে ইনটেলের এইচডি ৪৪০০ গ্রাফিকস এবং ৮সিরিজের এক্সপ্রেস চিপসেট।
ল্যাপটপটিতে আরও রয়েছে এইচডিএমআই, দুইটি ইউএসবি৩ ও একটি ইউএসবি ২ পোর্ট, মাল্টিমিডিয়া কার্ড রিডার, বিল্টইন ব্লটুথ ৪ সহ বহনযোগ্য পিসির হালনাগাদ সুবিধা।
বাজারে কম্পিউটার সোর্স ডেলের ল্যাপটপটি বিপণন করছে। ল্যাপটপের সঙ্গে এক বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। ৫০ হাজার ৬০০ টাকা মূল্যের ডেল ইনস্পায়রন এন৩৪৩৭ মডেলের ল্যাপটপটি কিনলে একটি ল্যাপটপ ব্যাগও পাওয়া যাবে।

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Thanks for your comment