এক ক্লিকে সেভ করুন ব্রাউজার(মোজিলা) এর সব ছবি-- সময় বাঁচান !

কেমন আছেন সবাই?
আশা কুরি অনেক ভাল ।
যাই হোক।
আজ  আপনাদের  জন্য  মোজিলার  অসাধারন  এবং  প্রয়োজনীয় , সময় সাশ্রয়ী  একটি অ্যাড অন্স নিয়ে  এসেছি,
যার  মাধ্যমে খুব  সহজে  ব্রাউজার এ  লোড হওয়া  ট্যাব এর  সব ছবি  এক  ক্লিক এ  ডাউনলোড করতে পারবেন ।
এতে রয়েছে আরো  বিভিন্ন অপশন ।
ব্যবহার করে দেখুন।
btn_download_sm
new1
ফোল্ডার location- যেখানে আপনার সব ছবি  সেভ হবে ।
22
 ১)Enable limits: আপনি চাইলে  ছবির   সাইজ  লিমিট করে দিতে পারেন ।
২)Demensions  (pixels):  কত পিক্সেল এর ছবি সেভ করবেন তা  নির্ধারণ করে নিতে পারেন ।
3) Image type to save: কি ধরনের ছবি সেভ করবেন তা নির্ধারণ করে নিতে পারেন ।

3
keyboard  shortcuts:  কীবোর্ড  শর্টকাট  কী  নির্ধারণ করে নিতে পারেন দ্রত সেভ করতে।
এতএব  বোঝায়  যাচ্ছে, এটি কত অসাধারন  এবং  প্রয়োজনীয় , সময় সাশ্রয়ী অ্যাড অন্স।
বিশেষ দ্রষ্টব্যঃ
অন্যান্য ব্রাউজার এর জন্য  গুগল মামাকে  খুঁচা দিন ।
আজ এই পর্যন্ত ।
ফেসবুকে  আমি
টেকি ব্লগ
পার্সোনাল ব্লগ
টিউন ভাল লাগলে আমার টেক পেজে একটি  লাইক  দিতে পারেন  
 
 আপনার পিসিকে বানিয়ে ফেলুন আইপ্যাড ভাল থাকবেন, প্রযুক্তির সাথেই থাকবেন আপনার পিসিকে বানিয়ে ফেলুন আইপ্যাড  আপনার পিসিকে বানিয়ে ফেলুন আইপ্যাড  আপনার পিসিকে বানিয়ে ফেলুন আইপ্যাড ………………
ধন্যবাদ আপনার পিসিকে বানিয়ে ফেলুন আইপ্যাড









পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Thanks for your comment