যেভাবে পাসওয়ার্ড হ্যাক করবেনঃ
1. প্রথমে ডাউনলোড করুন এ ফাইলটি।
2. যদি এই মুহুর্তে মজিলা চালু থাকে তাহলে তা ক্লোজ করে দিন।
3. তারপর যান এখানে C:/Program Files/Mozilla Firefox/Components
4. ঐখান থেকে nsLoginManagerPrompter নামের একটা ফাইল খুজে বের করুন।
এখন ডাউনলোড করা ফাইলটি এখানে রিপ্লেস করে দিন। (সতর্কতাস্বরুপ আগের ফাইলটি কপি করে রাখতে পারেন।)
ব্যাস কাজ শেষ!
এখন থেকে মজিলাতে যদি কেউ লগইন করে তাহলে তার অনুমতি ব্যতীত পাসওয়ার্ড সেভ করে রাখবে।
যেভাবে পাসওয়ার্ড দেখবেনঃ
1. প্রথমে মজিলা ওপেন করুন।
2. তারপর যান এখানে Tools > Options > Security Tab
3. তারপর saved passwords এ ক্লিক করুন।
এখন show passwords এ ক্লিক করার পর yes দিন।
আর দেখুন সেই গোপন পাসওয়ার্ড।
সেরা একটা কীলগার সফটওয়্যার 007 Spy Software:
* কীবোর্ডে যা যা টাইপ করেছেন তা দেখতে পারবেন। এমনকি স্ক্রিন কীবোর্ডেরটাও!(ক্যাস্পারস্কি স্ক্রিন কীবোর্ড ছাড়া)
* কোন কোন ওয়েবসাইট ভিজিট করেছেন জানতে পারবেন।
* কোন সফটওয়্যার ব্যবহার করলে তার খবরও জানা যাবে।
* অটোমেটিক ৫-৬০ সেকেন্ড পর পর স্ক্রীন শট তুলতে থাকবে।
* এছাড়া মেইলের মাধ্যমেও পাসওয়ার্ড হালনাগাদ করা যাবে!
* আর এসব কিছুই হবে গোপনে!
ইন্সটল করার পর ctrl+alt+F7 চাপলেই সব দেখতে পারবেন।
আর বিস্তারিত বললাম না। তাহলে ঘরে ঘরে পাসওয়ার্ড হ্যাক হবে।
ডাউনলোডঃ
007_Spy_Software
সাইজ মাত্র ১ মেগাবাইট। সাথে সিরিয়াল কী দেয়া আছে।
আশা করি আপনাদের ভাল লাগবে।
ধন্যবাদ সবাইকে।
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
Subscribe to:
Post Comments (Atom)
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon