আপনার অ্যান্ড্রয়েডটি করতে গিয়ে মাথার চুল উঠে যাচ্ছে তো ?
আর নয় রুটিং নিয়ে দৌড়াদৌড়ি! এখন থেকে এক ক্লিকেই রুট করুন আপনার স্যামসাং , সনি বা অন্য যেকোন এন্ড্রয়েড চালিত স্মার্টফোন! এই নিয়মে রূট করার জন্য বুটলোডার আনলকের কোন প্রয়োজন নেই। নেই আপনার প্রিয় ফোনটি ব্রিক হওয়ার ঝামেলাও! বিখ্যাত ডেভেলপার George Hotz ( Geohot নামে অধিক পরিচিত ) এই অভিনব নিয়মটি উদ্ভাবন করেন , যার নাম দেয়া হয় TowelRoot ! কোন কম্পিউটারের হেল্প ছাড়াই শুধু ফোন থেকেই এই রুটিং সম্ভব! ৩ জুন, ২০১৪ এর আগের তথা এন্ড্রয়েড ৪.২.২ এর পূর্বের যেকোন ভার্সনের জন্য এই পদ্ধতিটি কার্যকর হবে।
১। আপনার ফোনের সেটিং এ যান। সেখান থেকে সিকিউরিটি সেটিং-এ যান। সেখানে 'Unknown Sources' অপশনটি আনচেক থাকলে চেক করুন।
২। যদি মনিটরে "Installing from unknown sources may be harmful to your device and personal data" লেখাটি আসে, তাহলে এটি উপেক্ষা করুন এবং OK চাপুন।
৩। তারপর ফোনের ব্রাউজারে গিয়ে এই লিঙ্কে যান। নিচের ছবির মত একটি পেজ ওপেন হবে।
৪। λ চিহ্নিত ( চিত্রে দেখানো ) স্থানে ক্লিক করুন। তাহলে tr.apk নামে একটি অ্যাপ ডাউনলোড হবে।
৫। নোটিফিকেশন বার থেকে অ্যাপটি ইন্সটল করুন।
৬। অ্যাপটি ওপেন করে "make it rain" বাটনে ক্লিক করুন। ৩০ সেকেন্ড অপেক্ষা করুন।
৭। কনগ্রাচুলেশন ! আপনার ফোনটি এখন রুটেড!
৮। সিকিউরিটির জন্য playstore থেকে SuperSu টাইপের কোন অ্যাপ ইন্সটল করে নিন।
তবে HTC ও Motorola ফোনে এই পদ্ধতি কাজ করবে না ! যারা যারা এই পদ্ধতিতে রুট করতে পেরেছেন, জানিয়ে দিন টিউমেন্টে...
বিঃদ্রঃ এই পদ্ধতিটি অ্যাপ্লাই করুন নিজ দায়িত্বে। কোন কারণে ফোন ব্রিক হলে লেখক দায়ী থাকবে না। যদিও এখন পর্যন্ত ব্রিক হওয়ার খবর পাওয়া যায়নি।
আর নয় রুটিং নিয়ে দৌড়াদৌড়ি! এখন থেকে এক ক্লিকেই রুট করুন আপনার স্যামসাং , সনি বা অন্য যেকোন এন্ড্রয়েড চালিত স্মার্টফোন! এই নিয়মে রূট করার জন্য বুটলোডার আনলকের কোন প্রয়োজন নেই। নেই আপনার প্রিয় ফোনটি ব্রিক হওয়ার ঝামেলাও! বিখ্যাত ডেভেলপার George Hotz ( Geohot নামে অধিক পরিচিত ) এই অভিনব নিয়মটি উদ্ভাবন করেন , যার নাম দেয়া হয় TowelRoot ! কোন কম্পিউটারের হেল্প ছাড়াই শুধু ফোন থেকেই এই রুটিং সম্ভব! ৩ জুন, ২০১৪ এর আগের তথা এন্ড্রয়েড ৪.২.২ এর পূর্বের যেকোন ভার্সনের জন্য এই পদ্ধতিটি কার্যকর হবে।
পদ্ধতিঃ
এই পদ্ধতিতে রুট করতে নিচের দেখানো নিয়মগুলো ধাপে ধাপ ফলো করুনঃ১। আপনার ফোনের সেটিং এ যান। সেখান থেকে সিকিউরিটি সেটিং-এ যান। সেখানে 'Unknown Sources' অপশনটি আনচেক থাকলে চেক করুন।
২। যদি মনিটরে "Installing from unknown sources may be harmful to your device and personal data" লেখাটি আসে, তাহলে এটি উপেক্ষা করুন এবং OK চাপুন।
৩। তারপর ফোনের ব্রাউজারে গিয়ে এই লিঙ্কে যান। নিচের ছবির মত একটি পেজ ওপেন হবে।
৪। λ চিহ্নিত ( চিত্রে দেখানো ) স্থানে ক্লিক করুন। তাহলে tr.apk নামে একটি অ্যাপ ডাউনলোড হবে।
৫। নোটিফিকেশন বার থেকে অ্যাপটি ইন্সটল করুন।
৬। অ্যাপটি ওপেন করে "make it rain" বাটনে ক্লিক করুন। ৩০ সেকেন্ড অপেক্ষা করুন।
৭। কনগ্রাচুলেশন ! আপনার ফোনটি এখন রুটেড!
৮। সিকিউরিটির জন্য playstore থেকে SuperSu টাইপের কোন অ্যাপ ইন্সটল করে নিন।
তবে HTC ও Motorola ফোনে এই পদ্ধতি কাজ করবে না ! যারা যারা এই পদ্ধতিতে রুট করতে পেরেছেন, জানিয়ে দিন টিউমেন্টে...
বিঃদ্রঃ এই পদ্ধতিটি অ্যাপ্লাই করুন নিজ দায়িত্বে। কোন কারণে ফোন ব্রিক হলে লেখক দায়ী থাকবে না। যদিও এখন পর্যন্ত ব্রিক হওয়ার খবর পাওয়া যায়নি।
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon