অনেক সময় আমাদের ফেসবুকে অপ্রীতিকর অবস্থার সম্মুখীন হতে হয় যার ফলে কেউ আপনাকে ব্লক করে দিতে পারে। সেটা হতে পারে আপনার ফ্রেন্ড বা অন্যকেউ। আবার অনেক সময় আমরা আমাদের আইডি ডিএকটিভেট করি। এটা আপনার ফ্রেন্ড ও করতে পারে। আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আপনার ফ্রেন্ড আপনাকে ব্লক করছে নাকি তার নিজের আইডি ই ডিএক্টিভেট করে দিয়েছে।কারন উভয় ক্ষেত্রেই আপনি নিচের মত ছবি দেখতে পাবেনঃ
এর ফলে আপনার কনফিউশন ও বাড়বে। আমি আপনাদের দেখাব কিভাবে আপনি সেটা বুঝতে পারবেন এবং আপনার কনফিউশন দূর করতে পারবেন। এটা খুব সিম্পল একটা পদ্ধতি। আপনারা নিচের স্টেপগুলি অনুসরণ করুনঃ
-
প্রথমে এই সাইটে যান।
- সাইট এর এড্রেস এর শেষে '/' এর পরে আপনার সেই ফ্রেন্ড এর ইউজারনেম যোগ করুন যে আপনাকে ব্লক করছে বলে আপনার মনে হচ্ছে। ইউজারনেম কোথায় পাবেন সেটা বলে দেই। সেই ব্যক্তির প্রোফাইলের এড্রেস যদি https://www.facebook.com/zuck হয় তাহলে ইউজারনেম হল zuck ।
উদাহরণ হিসেবে যদি ইউজারনেম zuck হয় তাহলে সাইট এর এড্রেস হবে এইরকম
- এবার নিচের ছবিগুলি ভাল করে খেয়াল করুন।
যদি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির একাউন্ট এক্টিভ থাকে মানে সে যদি আপনাকে সত্যই ব্লক করে থাকে তাহলে উপরের সাইটে ভিজিট করার পর আপনি নিচের মত ছবি দেখতে পাবেনঃ
আর সে যদি তার আইডি ডিএক্টিভেট করে তাহলে নিচের মত ছবি দেখতে পাবেনঃ
তাহলে বুঝতেই পারছেন কিভাবে আপনি পার্থক্য করবেন কেউ আপনাকে সত্যিই ব্লক করছে নাকি সে নিজেই তার আইডি ডিএক্টিভেট করে দিয়েছে। আজ এ পর্যন্ত ই।
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon