সবাইকে সালাম জানিয়ে আমার আজকের টিউন শুরু করছি । বর্তমানে অনেকের প্রোফাইলে জব অ্যাপ্লিকেশান কোটা শূন্য বিশেষ করে নতুন প্রোফাইল গুলুতে । কি কি কারনে অ্যাপ্লিকেশান কোটা শূন্যতে নেমে আসে সেই কারন গুলু আজকে আমরা জানব । আমি এমন অনেক প্রোফাইল দেখেছি যেই প্রোফাইল গুলু ১০০ ভাগ পরিপূর্ণ অথচ জব অ্যাপ্লিকেশান কোটা শূন্য । অনেকেই মনে করেন যে বেশি টেস্ট দেইনি হয়ত এই কারনেই আমার জব অ্যাপ্লিকেশান কোটা শূন্য আর এর পর অনেক টেস্ট দেওয়ার পরও দেখা যায় তার অ্যাপ্লিকেশান কোটা শূন্যতেই পরে থাকে । এই প্রবলেমটি হওয়ার কারন হচ্ছে অডেস্ক এর টার্মস অ্যান্ড কন্ডিশন গুলু না মানা । আপনি যদি টার্মস অ্যান্ড কন্ডিশন গুলু না মানেন তাহলে আপনার জব অ্যাপ্লিকেশান কোটা শূন্য তে চলে আসে । আর আমরা সাধারণত যে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলু মানি না তা হলঃ
# ছবিঃ অডেস্কে আপনি যখন রেডিনেস টেস্ট দেন তখন আপনাকে বলা হয় যে, আপনার নিজের একটি হাসুজ্জল এবং স্পষ্ট ছবি দেওয়ার জন্য আর এখানে কোম্পানির লোগো বা কোন পোষা প্রানির ছবি দিতেও নিষেদ করা হয় । অনেকেই করে কি কোন রকম একটি ছবি দিয়ে রাখে যেটা অডেস্ক এর নিয়ম এর বিরোধী । আর আরও একটা ভুল অনেকই করে সেটা হল কোর্ট টাই পরে ছবি দেয় । এটা কখনো করা যাবে না ।
# ওভারভিউঃ অনেকেই দেখা যায় আরেক জনের ওভারভিউ কপি করে ব্যাবহার করে আর এটাও অডেস্ক এর নিয়ম এর বিরোধী । অডেস্কে কপি পেস্ট একদম নিষেদ । কেউ কেউ বলে যে ভাইয়া আমিতো আমার ওভারভিউ টাকে মাইক্রোসফট ওয়ার্ডে লিখে অডেস্কে পেস্ট করছি , আমিতো কারোর ওভারভিউ টাকে কপি করি নাই তাহলে আমারটা কেন হল । এর কারন হচ্ছে ঐযে আপনি ওয়ার্ড থেকে অডেস্কে পেস্ট করেছিলেন । যা লিখার সেটা সরাসরি অডেস্কে লিখতে হবে ।
# পোর্টফলিওঃ আপনি যদি অন্য কারও পোর্টফলিও নিজের অ্যাকাউন্টে ব্যাবহার করেন তাহলেও সেটা অডেস্ক এর নিয়ম এর বিরোধী । ধরুন আপনি যখন অন্য কারও একজনের পোর্টফলিও নিজের অ্যাকাউন্টে ব্যাবহার করলেন আর একই জিনিস যদি আগেও অডেস্কে কেউ দিয়ে থাকে তাহলে তার ওখানে একটি নোটিফিকেশন যাবে , আর সেখানে বলা হবে যে তোমার পোর্টফলিও অন্যকেউ ব্যাবহার করছে আর সাথে আপনার প্রোফাইল লিঙ্ক চলে যাবে । তখন সে আপনার নামে অডেস্কে রিপোর্ট করবে আর অডেস্ক তখন আপনাকে স্প্যামার হিসেবে ধরে নিবে । যার ফলে আপনার জব অ্যাপ্লিকেশান কোটা শূন্যতে চলে আসে ।
সব সময় অডেস্কের টার্মস অ্যান্ড কন্ডিশন গুলু মেনে চলার চেষ্টা করবেন । সব থেকে ভাল যদি আপনার অ্যাকাউন্টিকে ভেরিফাই করিয়ে নেন । হ্যাপি ফ্রীলান্সিং
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon