প্রযুক্তিতে ঘটে যাওয়া ১০ টি অঘটন; যা না ঘটলে হয়তো আমরা ১০০ বছর না, ১০০০ বছর পিছিয়ে যেতাম।

পৃথিবীর ১০ টি বিস্ময়কর প্রযুক্তি আবিস্কার, যা না থাকলে পৃথিবী ১০০ বছর না, ১০০০ বছর পিছিয়ে যেত।

আসলে প্রযুক্তিকে এগিয়ে নেওয়ার জন্য এই ১০ টি প্রতিষ্ঠান ই সবার দোয়ারে গেছে।

যে কারনে আজ প্রযুক্তিতে এত বিপ্লব।

বাংলাদেশেও প্রযুক্তি বিপ্লব নিয়ে আসবে এই প্রতিষ্ঠানগুলো।

তাহলে ১০ টি প্রতিষ্ঠান সম্পর্কে আসুন আমরা জানি-

মাইক্রোসফট-

আমরা প্রযুক্তির আজ যে এত অগ্রগতি দেখছি তার অধিকাংশ অবদান রাখছে এই মাইক্রোসফট। প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ সালে।

পরিসংখ্যান বলে বর্তমানে অধিকাংশ PC উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে।

এই সেই মাইক্রোসফট যা গড়তে, তার পড়াশোনা পর্যন্ত ছাড়তে হইছিল।

ভার্চুয়াল অফিসিয়াল ঠিকানা

গুগল-

সার্চ ইঞ্জিন হিসেবে বেশি পরিচিত এই গুগল প্রযুক্তির সব দিকে রেখেছেন সমান বিচরন। গুগল ছাড়া আসলে ইন্টারনেট জীবন কল্পনা করায় বৃথা।

গুগল হচ্ছে সেই বিশ্বপাঠশালা, যেখানে সব পাবেন আপনি।

ভার্চুয়াল অফিসিয়াল ঠিকানা

অ্যাপেল-

আধুনিক প্রযুক্তির শীর্ষ এই প্রতিষ্ঠানের অগ্রদূত স্টিভ জবস। প্রযুক্তিতে যে সেক্টরে তারা হাত দিয়েছেন, সেটা সেই সেক্টরে সব থেকে জনপ্রিয় হয়েছে।

অথচ এই স্টিভ জবস বিশ্ববিদ্যালয়ে পা রাখেন নি।

ভার্চুয়াল অফিসিয়াল ঠিকানা

ফেসবুক-

মার্ক জুকারবার্ক প্রতিষ্ঠিত ফেসবুক সবথেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম।

২০০৪ সালে যাত্রা শুরু করে বর্তমানে এর ব্যবহারকারী ১০০ কোটি+

ফেসবুক ছাড়া এখন অনেকে জীবনটাই কল্পনা করতে পারে না।

ভার্চুয়াল অফিসিয়াল ঠিকানা

Intel-

কম্পিউটারের পার্টসের জন্য তারা সবার থেকে এগিয়ে। তারা প্রযুক্তি বিশ্বে দিয়েছে নানা চমক।

ভার্চুয়াল অফিসিয়াল ঠিকানা

অ্যামাজন-

বিশ্বব্যাপী কেনাবেচাকে সহজ করেছে এরকম কিছু সাইট।

পূরা বিশ্বটাকে তারা বানিয়েছে একটি সংঘবদ্ধ বাজার।

ভার্চুয়াল অফিসিয়াল ঠিকানা

Linked-in-

কর্মজীবীদের আড্ডাখানা এই লিঙ্কড-ইন। আপনার যোগ্যতা সাথে মিল রেখে পাবেন সারা বিশ্বে আপনার কলিগ।

যেটা কর্মজীবনকে বুঝতে শেখায়।

ভার্চুয়াল অফিসিয়াল ঠিকানা

oDesk-

অনলাইনে কাজ খোঁজার কিছু নির্ভরযোগ্য মাধ্যম এরকম সাইটগুলো। যেগুলো পূরাবিশ্বটাকে এক অফিসের মধ্যে এনে দিয়েছে।

এগুলো বর্তমান বিশ্বকে এগিয়ে নিয়ে যাচ্ছে অনেক দূরে।

ভার্চুয়াল অফিসিয়াল ঠিকানা

WikiPedia-

বিশ্বের শ্রেষ্ঠ বিশ্বকোষ। নির্ভরযোগ্য তথ্যের জন্য WikiPedia হয়েছে সমাদৃত।

অনলাইন বিশ্ব হয়েছে তথ্যের ভাণ্ডার।

ভার্চুয়াল অফিসিয়াল ঠিকানা

Android-

মোবাইল প্রযুক্তিকে তারা এনেছে হাতের মুঠোয়। কম দামে এত সুন্দর অপারেটিং এর মোবাইল দেওয়া যায় মুলত এই  Android অপারেটিং সিস্টেম এর জন্য।

অনেক বিশেষজ্ঞ মনে করেন, Android না থাকলে হয়তো হয়তো আমরা অনেক পিছিয়ে থাকতাম মোবাইল প্রযুক্তিতে।

ভার্চুয়াল অফিসিয়াল ঠিকানা

আসলে এগুলো অঘটন নয়। তবে অনেকে  অঘটনই বলেন।

কারন তারা না থাকলে প্রযুক্তি এত দূর আসতো কিনা সন্দেহ।

আর বাংলা ভাষায় টেকটিউনস সেই অঘটন ঘটিয়েছে, যে অবদান রাখে বাংলায় প্রযুক্তিতে বিশ্ব মান তৈরি করতে।

পৃথিবীতে প্রযুক্তির সহজলভ্যতা সৃষ্টিতে তারা সবথেকে বেশি অবদান রাখছে।

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Thanks for your comment