কেমন করে একটি ব্লগ বা সাইট কে সরাসরি অন্য আর একটি ব্লগ বা সাইট এ রিডাইরেক্ট করা যায়?

আপনার ফ্রি সাইট যদি ব্লগস্পট এ হযে থাকে আর আপনার মেইন সাইট টি যদি ওয়ার্ডপ্রেস তৈরি করে থাকেন তবে আপনার ফ্রি ব্লগটি অবশ্যই রিডাইরেক্ট করতে হবে।বা অনেক ভাঙ্গা লিংক কে মেইন সাইট এ যুক্ত করতে বা 404 error পেজ গুলো যুক্ত করতে এই নিয়মটি আপনাকে অবশ্যই মানতে হবে।আর এটি করতে আমাদের অনেক সময় অনেক সমস্যার মুখেমুখি হতে হয়।অনেক সময় সঠিক নিয়মের জন্য করা সম্ভব হয় না।বা জানিই না যে কি করতে হবে।তই আজ আমি আপনাদের খুবই সহজ এবং ঝামেলাহীন একটি পদ্ধতি দেখাবো।আমি এটি ব্লগস্পট এ দেখাবো আপনারা যে যেটা ব্যবহার করে না কেন সবই এই একই পদ্ধতি।নিচের পদ্ধতিটি ভালোভাবে লক্ষ করি:

(বি:দ্র: যতোবার আপনার সাইট এর edit HTML করবেন ততোবার আপনার সাইট এর template টি ব্যাকআপ দিয়ে রাখবেন)

১।প্রথমে আপনার ব্লগারে Login করেন

২।এরপর ব্লগার ড্যাসবোর্ড হতে template এ যান এবং edit HTML ক্লিক করুন

৩।এখন আপনি template কোড গুলো দেখতে পাবেন এবং কি বোর্ড এ CTRL + f চেপে <head> এই কোডটি রের করুন।

৪।এখন আমার দেওয়া নিচের কোড গুলো কপি করে <head> কোডের নিচে পেষ্ট করুন।

<script type='text/javascript'>
var d='<data:blog.url/>';
d=d.replace(/.*\/\/[^\/]*/, '');
location.href = 'http://aimctgbd.blogspot.com';
</script>

না বুঝলে নিচের ছবিটি ভালো ভাবে খেয়াল করুন।

এখন http://aimctgbd.blogspot.com এর পরিবর্তে আপনার সাইট এর নাম টি লিখুন এবং  Save template এ ক্লিক করুন।কাজ শেষ।

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Thanks for your comment