এন্ড্রয়েড ডেভেলপমেন্ট [পর্ব ২৯] :: কোর্স আলোকপাত এবং এন্ড্রয়েড গেম ডেভেলপমেন্ট

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন। আমরা বিগত কিছু পর্বে এন্ড্রয়েড ডেভেলপমেন্ট এ বেশ কিছু ক্লাস, মেথড এবং তাদের প্রয়োগ-ব্যবহার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। এখানে একটা বিষয় গুরত্তপূর্ণ যে এন্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখে আমরা কি করব বা দৈনন্দিন ব্যবহারিক কাজে আমরা কিভাবে এই শিখা কাজে লাগাব।

আমরা একটা বিষয় দেখতে পাইযে এন্ড্রয়েডমার্কেট এ বিভিন্ন ধরনের অ্যাপ পাওয়া যায় যেমন Business অ্যাপ, Books and reference অ্যাপ, Financial অ্যাপ, Education অ্যাপ,Entertainment অ্যাপ, Social অ্যাপ, News  and Magazine অ্যাপ, Communication অ্যাপ, Game অ্যাপ ইত্যাদি ধরনের অ্যাপ পাওয়া যায়। এন্ড্রয়েড এমন একটি প্লাটফর্ম যেখানে ডেভেলপমেন্ট এর জন্য রয়েছে বিশাল একটি এলাকা। এখন আমরা একসাথে সব ধরনের অ্যাপ নিয়ে কাজ করতে পারবনা বা কাজ শিখতে পারবনা, তাই এখানে আমি আস্তে আস্তে আগাতে চাই। যেহেতু আমাদের এন্ড্রয়েড ডেভেলপমেন্ট এর সম্পর্কে মোটামোটি ধারনা হয়ে গেছে, সেহেতু আমরা এই বিষয়ে আগাতে পারি। আর আপনাদের ফেসবুক পেজ লাইক এবং উৎসাহ দেয়ার জন্য আমি এই বিষয়ে আরও আগাতে চাই। পড়াশোনার পাশাপাশি আমি এই বিষয়ে নিয়মিত লিখার জন্য চেষ্টা করব।

আপাতত আমরা সাধারণ ক্যাটেগরিতে কিছু অ্যাপ তৈরি এবং ধীরে ধীরে ভাল ক্যাটেগরি অ্যাপ তৈরি শিখার দিকে যাব। এন্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখলে কি লাভ বা এর কোথায় প্রয়োগ করতে হবে, তা আমরা যদি বিভিন্ন ফ্রীলাঞ্চিং সাইটএ এর ডেভেলপমেন্ট এর মূল্যমান এবং এন্ড্রয়েড মার্কেটপ্লেসগুলো যেমন Google Playstore এ এন্ড্রয়েডঅ্যাপ ব্যবহারকারি সংখ্যা দেখি তাহলেই বুজতে পারব।

যাইহোক এখন থেকে আমরা এন্ড্রয়েডগেম অ্যাপ তৈরি এবং এর  ডেভেলপমেন্ট সম্পর্কে শিখা ও ধারনা নেয়ার চেষ্টা করব। এন্ড্রয়েডগেম অ্যাপ তৈরি এবং এর ডেভেলপমেন্ট এ বেশ কিছু Game Engines রয়েছে তারমধ্যে যেমন-Unreal Engine 4, Marmalade, Cocos2Dx, libgdx, Unity 3D, AndEngine ইত্যাদি।এরমধ্যে জনপ্রিয় রয়েছে  libgdx, Unity 3D এবং  AndEngine। আপাতত আমরা  Unity 3D দিয়ে এন্ড্রয়েড গেম অ্যাপ তৈরি এবং শিখার জন্য চেষ্টা করব। Unity3D software টি ডাউনলোড করে নিন এখান থেকে।

এন্ড্রয়েড ডেভেলপমেন্ট এ একটি গুরুত্তপূর্ণ অংশ হচ্ছে Android UI/UX ডিজাইন। আশা করি আপনারা এটা শিখার পাশাপাশি ডিজাইন শিখা ও তৈরি করা চালিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।

এন্ড্রয়েড ডেভেলপমেন্ট এর সর্বশেষ পর্ব সম্পর্কে নোটিফিকেশান পেতে লাইক করুন ফেসবুকের এই পেইজে এ।

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Thanks for your comment