কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড intel core i5 প্রসেসর তার pc তে add করে। সে অনেক পার্ট নিতেছিলো।আমি ভাই গরিব মানুষ তাই ওর থেকে দামি কেনা possible না। তাই অনেক আগের এই ট্রিকসটা ব্যবহার করলাম ওর পার্ট কমানোর জন্য...!!!
(ভাই আমি জানি যে ওনেকেই এ ট্রিকস জানেন।plz তারা গালাগাল দিয়েন না)
একদম সোজা এবং নিরাপদ একটি পদ্ধতি...!! তো কথা না বারিয়ে শুরু করা যাক...!!
১. Notepad open করুন। সেখানে নিচের text টুকু paste করে দিন।
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\HARDWARE\DESCRIPTION\System\CentralProcessor]
"ProcessorNameString"="Your Processor name 50000MHz"
(আমি use করেছি Intel(R) Core(R) i7 CPU @5.22GHz)
২. এখন save as এ ক্লিক করে, save as type এ all files (*.*) select করে আপনার ইচ্ছামত নাম দিয়ে তার শেষে .reg যোগ করে save করে দিন।
এখন যদি আপনি ওই .reg টাতে double click করে ok চাপেন তাহলে processor name change হয়ে যাবে। এই ভাবে আপনি আপনার ফ্রেন্ড কে বোকা বানাতে পারেন...!!
তবে একটা প্রব্লেম হল যে pc restart করলে তা আবার আগের অবস্তায় ফিরে আসে। আপাতত এটুকই বললাম। এর সমাধানের জন্য হয়ত একটা post করব।
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon