এন্ড্রয়েড ডেভেলপমেন্ট [পর্ব-২] :: এন্ড্রয়েড ডেভেলপার টুল পরিচিতি এবং প্রথম অ্যাপ তৈরি

এন্ড্রয়েড ডেভেলপার টুল ওপেন করলে প্রথমেই টুলটির বাম দিকের উপরের অংশে বিভিন্ন অপশন দেখতে পাবেন আপনি যদি প্রথম প্রোজেক্টটি ওপেন করতে চান তাহলে ক্লিক করুন

File>New>Android Application Project

তখন আপনাকে নিচের ছবির মতন স্ক্রিন প্রদর্শন করবে

  • এখান থেকে আপনি Application Name, Project Name, Package Name পূরণ করে দিন ।
  • তারপর এখান থেকে Required SDK আপনি মিনিমাম যে API লেভেল ইউস করতে চান, তারপর Target SDK সিলেক্ট করে দিন।
  • অন্যান্য অপশন গুলোও চেক করে নেক্সট এ ক্লিক করুন।
  • তারপর আপনাকে নিচের ছবির মতন স্ক্রিন প্রদর্শন করবে

  • এখান থেকে আপনি Image, clipart বা Text নিজের মতন সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করুন।
  • তারপর আপনাকে নিচের ছবির মতন স্ক্রিন শো করবে

  • এখান থেকে আপনি নিজের মতন Activity Name পূরণ করে  Finish এ ক্লিক করুন।
  • তারপর দুটি ফাইল, MainAcivity.java এবং activity_main.xml ফাইল ওপেন হবে।
  • আপাতত আমরা activity_main.xml নিয়ে আলোচনা করব।
  • activity_main.xml এ ক্লিক করলে নিচের দিকে দেখতে পাবেন দুইটা অপশন আছে, একটা Graphical Layout, অন্যটি activity_main.xml
  • Graphical Layout এর বাম দিকে Palette এ বিভিন্ন অপশন ফিল্ড রয়েছে, যেখান থেকে আপনি অপশন ফিল্ড গুলো থেকে  ইচ্ছামত  FirstApp এর উপর ড্রাগ করতে পারবেন।

এখন উদাহরনস্বরপ আপনি যদি ডিফল্ট Hello World টেক্সট মুছে দিয়ে Form Widgets থেকে Large Text view অ্যাপ স্ক্রিন এর উপর ড্রাগ করেন তাহলে Hardcoded String বা নিচের মতন সঙ্কেত প্রদর্শন করবে।

তা  দূর করার জন্য আপনাকে FirstApp এর ফোল্ডার থেকে FirstApp>res>values>string.xml ফাইলটি ওপেন করতে হবে ।

এবং এভাবে নতুন একটি লাইন কোড লিখতে হবে যেমন,

Hello This Is My First App

তারপর activity_main.xml ফাইলটি ওপেন করে TextView তে android:text="@string/FirstText" কোডটি লিখে দিলে আর এরর প্রদর্শন করবে না। এভাবে টেক্সট সঙ্কেত দূর করা যায়।

এবার অ্যাপ্লিকেশান টি রান করার জন্য Android Virtual Device বা AVD manager সিলেক্ট করতে হবে   , নিচের ছবির মতন অপশন এ ক্লিক করুন


তারপর আপনাকে নিচের ছবির মতন স্ক্রিন শো করবে


এখান থেকে New সিলেক্ট করুন

তারপর নিচের ছবির মতন স্ক্রিন প্রদর্শন করবে



  • এখান থেকে Avd Name, Device, Target  সিলেক্ট করে Ok বাটন ক্লিক করুন।
  • তারপর নিচের ছবির মতন Start বাটন এ ক্লিক করুন।



  • কিছুক্ষন পর Emulator Device টি রান করবে।
  • তারপর সম্পূর্ণ Loading প্রক্রিয়া শেষ হলে, MainActivity.java তে গিয়ে নিচের ছবির মতন
  • রান বাটন এ ক্লিক করুন।


তাহলেই  কিছুক্ষন পর Emulator Device এ প্রদর্শন করবে আপনার প্রথম Android App !

Previous
Next Post »

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

Thanks for your comment