এন্ড্রয়েড ডেভেলপমেন্ট [পর্ব ২২] :: এন্ড্রয়েড এ InternalStorage এবং FileOutputStream এর ব্যবহার-১

আজকের এই ধারাবাহিক পর্বে আমরা InternalStorage এবং FileOutputStream এর ব্যবহার শিখব। Internal Storage হচ্ছে এমন একটি storage যেখানে প্রাইভেট ডাটাগুলো ডিভাইস মেমোরিতে সেভ রাখা হয় এবং তা retrive ও করা যায়।তাহলে প্রথমেই একটি নতুন প্রোজেক্ট নেয়। activity_main.xml এ ডাটাগুলো মুছে দিয়ে Graphics_layout এর বাম palette থেকে একটি Linearlayout নেয়। এই লেআউট এ EditText, দুইটা বাটন পরপর ক্রমানুসারে নিয়ে নেয় এবং নিচের মত করে লেআউটটি তৈরি করি,
<LinearLayout xmlns:android="http://schemas.android.com/apk/res/android"
    android:layout_width="fill_parent"
    android:layout_height="fill_parent"
    android:orientation="vertical" 
     
     
    >
    
     <EditText
      android:id="@+id/editText1"
      android:layout_width="match_parent"
      android:layout_height="wrap_content"
      android:inputType="textMultiLine" >
      <requestFocus />
   </EditText>
    
    
   <Button
      android:id="@+id/button1"
      android:layout_gravity="center"
      android:layout_marginTop="15dp"
      android:layout_width="wrap_content"
      android:layout_height="wrap_content"
      android:onClick="save"
      android:text="@string/save" />

   <Button
      android:id="@+id/button2"
      android:layout_gravity="center"
      android:layout_marginTop="15dp"
      android:layout_width="wrap_content"
      android:layout_height="wrap_content"
      android:onClick="read"
      android:text="@string/read" />
    

</LinearLayout>

এখানে দুই বাটনে onClick ব্যবহার করে save ও read ডিক্লিয়ার করে দেয়। এখানে onClick ব্যবহারের ফলে MainActivity.java তে আলাদাভাবে setOnClickListener ব্যবহার করতে হবেনা।  Graphics_layout এ বাটন এ এরর দূর করার জন্য String.xml এ প্রয়োজনীয় value গুলো দিয়ে দেয়।
<?xml version="1.0" encoding="utf-8"?>
<resources>

   <string name="app_name">Storage</string>
   <string name="action_settings">Settings</string>
   <string name="hello_world">Hello world!</string>
   <string name="save">Save Data</string>
   <string name="read">Load Data</string>

</resources>

তারপর MainActivity.java ফাইল এ EditText ও String এর জন্য নির্দিষ্ট অবজেক্ট ডিক্লিয়ার করে দেয়।দ্বিতীয় String এ ডিক্লিয়ার করা file এ intial value, ourdata দিয়ে দেয়। onCreate মেথডের মধ্যে EditText এর অবজেক্ট কেও activity_main.xml এ দেয়া Id দ্বারা চিনিয়ে দেয়। save ও read নামেদুইটা মেথড তৈরি করি যা ডাটা গুলো সেভ ও রিড করার জন্য ব্যবহার করা হবে।
package com.example.android22;

import android.os.Bundle;
import android.app.Activity;
import android.view.Menu;
import android.widget.EditText;

public class MainActivity extends Activity {

	EditText et;
	   
    String data;
   
    String file = "ourdata";
	
	@Override
	protected void onCreate(Bundle savedInstanceState) {
		
		super.onCreate(savedInstanceState);
		
		setContentView(R.layout.activity_main);
		
		 et = (EditText)(findViewById(R.id.editText1));
	}

	
public void save()
	{
	
	
	}
	

public void read()

{


}

      @Override
	public boolean onCreateOptionsMenu(Menu menu) {
		// Inflate the menu; this adds items to the action bar if it is present.
		getMenuInflater().inflate(R.menu.main, menu);
		return true;
	}

}

এইছিল আজকের  InternalStorage এবং FileOutputStream এর ব্যবহার-১
এন্ড্রয়েড ডেভেলপমেন্ট এর সর্বশেষ পর্ব সম্পর্কে নোটিফিকেশান পেতে লাইক করুন ফেসবুকের এই পেইজে এ।

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Thanks for your comment