আজকের পর্বে আমরা এন্ড্রয়েডএ VideoView ক্লাসএর ব্যবহার শিখব। প্রথমেই নতুন একটি প্রোজেক্ট নেয়। activity_main.xml ফাইল এ ডাটাগুলো মুছে দিয়ে Graphics_Layout এর বাম palatte থেকে একটি linearLayout নেয়।এই layout এ Images & Media ফোল্ডার থেকে VideoView ড্রাগ করে layout এর উপর ছেড়ে দেই।তারপর xml ফাইল এ Id হিসেবে video দিয়ে দেই।
<LinearLayout xmlns:android="http://schemas.android.com/apk/res/android"
android:layout_width="fill_parent"
android:layout_height="fill_parent"
android:orientation="vertical" >
<VideoView
android:id="@+id/video"
android:layout_width="match_parent"
android:layout_height="wrap_content" />
</LinearLayout>
তারপর আমরা যাব MainActivity.java ফাইল এ। MainActivity ক্লাস এ VideoView এর জন্য ourvideo কে ডিক্লিয়ার করে দেই।ourvideo কে findViewById দ্বারা xml ফাইল এ দেয়া id, video দ্বারা চিনিয়ে দেই। ourvideo কে setVideoURI এবং setMediaController মেথড দ্বারাও নিচের কোডের মত চিনিয়ে দেই।প্রোজেক্ট এর res ফোল্ডার এ নতুন একটি ফোল্ডার raw ফোল্ডার নেয়। raw ফোল্ডার এ আমদের ভিডিওটি কপি পেস্ট করে দেই।
package com.example.androidvid;
import android.net.Uri;
import android.os.Bundle;
import android.app.Activity;
import android.widget.MediaController;
import android.widget.VideoView;
public class MainActivity extends Activity {
VideoView ourvideo;
@Override
public void onCreate(Bundle icche) {
super.onCreate(icche);
setContentView(R.layout.activity_main);
ourvideo = (VideoView) findViewById(R.id.video);
ourvideo.setVideoURI(Uri.parse("android.resource://" + getPackageName() +"/"+R.raw.video));
ourvideo.setMediaController(new MediaController(this));
ourvideo.requestFocus();
ourvideo.start();
}
}
এরপর ভিডিও টি চিনিয়ে দেয়ার জন্য SetVideoURI এ R.raw. এ video নামের video টি সেট করে দেই।
এরপর video টি play হওয়ার জন্য requestFocus(); এবং start(); মেথড দুটিকেও সেট করে দেই।
এরপর অ্যাপটি রান করলে video টি play হওয়া শুরু করবে।
এই ছিল আজকের এন্ড্রয়েড এ VideoView ক্লাসএর ব্যবহার।
এন্ড্রয়েড ডেভেলপমেন্ট এর সর্বশেষ পর্ব সম্পর্কে নোটিফিকেশান পেতে লাইক করুন ফেসবুকের এই পেইজে এ।
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon