Windows 8 Dot Net (2 & 3.5 ) Offline Enabler softwere

আমাদের মধ্যে অনেকে উইন্ডোজ ৮ ইন্সটল করার পর কিছু সফটওয়্যার ইন্সটল করতে গিয়ে ঝামেলায় পরেন DotNet 3.5( 2 & 3.5 ) না থাকার ঝামেলা। এটি অনলাইন থেকে ডাউনলোড করতে বলে। যারা কমান্ড এর মাধ্যমে একটিভ করেন তাদের কথা আলাদা, কিন্তু সাধারন ব্যবহারকারিরা পরেন চরম বিপাকে।
Windows 8 Dotnet 3.5 Enabler ( 2 & 3.5 ) on Offline Mode।

btn_download_sm


মাত্র ৯০৪ KB এর ফাইল।
আপনি সাধারন ভাবে ওপেন করলে ছবির মত লেখা আসবে।

আপনাকে Run As Admin করতে হবে।
নিচের ছবির মত আসবে।

আপনার ডিভিডি রমটি খুলে যাবে।
OK করুন।
উইন্ডোজ ৮ এর ডিভিডি টি রমে প্রবেশ করান ও রম ক্লোজ করে দিন।
কছুক্ষন অপেক্ষা করুন, যখন আপনার কম্পিউটার উইন্ডোজ 8 এর ডিভিডি শনাক্ত করবে তখন “”Enable Dot Net”" বাটন চাপুন।
মাত্র ১ বার প্রেস করবেন না হলে পিসি হাং করবে। এবার অপেক্ষা করুন। Dot Net একটিভ হলে সফটওয়্যারটি আপনাকে বলবে। পিসি Re-Start চাইতে পারে, চাইলে দিন। ব্যাস কাজ শেষ।

আর যারা পেন ড্রাইভ এর মাধ্যমে উইন্ডোজ ইন্সটল দেন তাদের একটু কষ্ট করতে হবে।
আপনাকে Run As Admin করার পরে নিচের ছবির মত আসবে।

Let Me Choose Drive করবেন।
আপনাকে একটি সাবধান বাণী জানানো হবে।

OK করুন।
নিচের ছবির মত ড্রাইভ লিস্ট আসবে।
এখান থেকে আপনার পেন ড্রাইভ সিলেক্ট করে দিন এবং “”Enable Dot Net”” এ মাত্র ১ বার ক্লিক করুন।

মাত্র ১ বার প্রেস করবেন না হলে পিসি হাং করবে। এবার অপেক্ষা করুন। Dot Net একটিভ হলে সফটওয়্যারটি আপনাকে বলবে। পিসি Re-Start চাইতে পারে, চাইলে দিন। ব্যাস কাজ শেষ।
আপনি সফল ভাবে DotNet 3.5( 2 & 3.5 ) এনাবেল করেছেন। :)

Previous
Next Post »

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

Thanks for your comment