Windows এর GOD Mode Hidden Features !!!( আপনার পিসিকে দিন আল্টিমেট স্পিড এবং পারফরম্যান্স )

আপনার উইন্ডোজ এর Hidden Feature গুলো এনাবল করতে হয়। উইন্ডোজ এর সকল ফিচার আমাদের জন্য উন্মুক্ত থাকে না। কিছু কিছু ফিচার Hidden  অবস্থায় থাকে যেগুলো সবাই ব্যবহার করতে পারেন না। কিন্তু  GOD Mode  এনাবল করলে আপনি এই সব মজার মজার প্রায় ২৫০ টি ফিচার  সহজেই উপভোগ করতে পারবেন। এখানে এমন কিছু সিস্টেম সেটিংস আছে যার মাধ্যমে আপনার পিসিকে আরো ফাস্ট এবং ইউজার ফ্রেন্ডলি করে তুলতে পারবেন। তাহলে দেখা যাক কিভাবে আপনারা এটি  এনাবল করবেন।

  • প্রথমে একটা নতুন ফোল্ডার তৈরী করুন।
  • এটান নাম দিবেন এই ফরম্যাটে Anything.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C} । Anything এর জায়গায় আপনার ইচ্ছামত নাম দিতে পারেন কিন্তু পরেরটুকু অপরিবর্তিত থাকবে।
  • খেয়াল করে দেখবেন আপনার ফোল্ডার আইকন টি control console আইকন এ পরিণত হয়েছে। ফোল্ডারটি ওপেন করলে অনেক কিছু দেখতে পাবেন।
  • এখানে প্রায় ২৫০ টি ফিচার আছে। এগুলো বিভিন্ন কন্ট্রোল প্যানেল অ্যাপলেট এবং সিস্টেম সেটিংস।এইগুলোর মাধ্যমে আপনি আপনার পিসিকে অনেক ইউজার

ফ্রেন্ডলি এবং সুপার স্পিডি করতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার জন্য নিচে ছবি দিলাম। ভাল করে দেখুনঃ

তাহলে আর দেরি কেন? এখনি এই হিডেন  ফিচার গুলো আনলক করে আপনার পিসিকে দিন আল্টিমেট স্পিড এবং পারফরম্যান্স। যদি এরপরও কোন কিছু বুঝতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। নিচে আমার ফেসবুক আইডি এর লিঙ্ক দেয়া আছে।

ফেসবুকে আমাকে পাবেন এখানে।
Previous
Next Post »

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

Thanks for your comment