নিয়ে নিন Advanced SystemCare 8 Beta,দেখে নিন নতুন কি কি থাকছে।

আশা করি ভাল আছেন।
গত ২ সপ্তাহ ধরে অনেক চেষ্টার পর আজকে লগ ইন করতে পারলাম আমার প্রিয় টিটিতে।
যাই হোক।এবার টিউনে আসি, 
একটু আগে  Advanced SystemCare 8 Beta সফটওয়্যারটা  ডাউনলোড অ্যান্ড ইন্সটল করলাম।
অনেক পরিবর্তন এবং নতুন নতুন ফিচার যুক্ত করা হয়েছে এই ভার্সন এ যদিও এইটা বেটা ভার্সন।
Advanced SystemCare  সম্পর্কে নতুন করে বলার কিছু নাই।
অরবিট এর  অসাধারন একটি  প্রোডাক্ট যা আপনার পিসিকে সম্পূর্ণ  পরিষ্কার  এবং সুরক্ষা   দিতে সক্ষম।
বিভিন্ন ধরনের  টুলস এর সম্মিলন রয়েছে এই সফটওয়্যার এ।
আসুন দেখি এর নুতুন রুপ।
#হোম
নতুন রুপ

#“protect” নামে নতুন একটি ট্যাব যুক্ত হয়েছে
3

ইন্সটল করার পর ছবিতে দেখানো সব অপশন “on” করে দিবেন।

Home protection- browser এর হোম পেজ নির্ধারিত করে দিন/ ব্লাঙ্ক রাখুন এর মাধ্যমে, অনেক সময়  বিভিন্ন সফটওয়্যার ইন্সটল এর কারনে browser এর হোম পেজ পরিবর্তন হয়ে থার্ড পার্টি সফটওয়্যার এর সাথে ইন্সটল করা নির্ধারিত লিঙ্ক সেট হয়ে যায়।  প্রতিবার browser  ওপেন  করার  সময়  নির্ধারিত লিঙ্ক  ওপেন হয়।  

surfing protection- নেটে সার্ফিং এর সময় আপনার সুরক্ষা প্রধান করাই এর কাজ

real-time protector-সব সময় আপনার পিসির  নিরাপত্তার জন্য নিয়োজিত, বিভিন্ন ধরনের স্পাইওয়্যার এর বিরদ্ধে  রেয়েল টাইম  protection.

plug-in/toolbar cleaner- অনেক সময় বিভিন্ন অজানা প্লাগিন/ টুলবার ইন্সটল হয়ে যাই  অন্য কোন সফটওয়্যার ইন্সটল করার সময়, এই  বিড়ম্বনার  বিরদ্ধে  কার্যকরী সমাধান ।

system reinforce-ট্রজোন ভাইরাস সহ/ হ্যাকার এর বিভিন্ন আক্রমণ  এর প্রতিরোধ করতে আপনার পিসির  সিকুরিটি  হোলস/ দুর্বল  জায়গা খুজে বের করে উপযুক্ত সফটওয়্যার( উইন্ডোজ এর ডিফেন্ডার এর) নতুন  অ্যান্টিওয়্যার আপডেট করে।

#Toolbox
1
বরাবরের মতই রয়েছে এতে প্রয়োজনীয়  সব টুলস, মানে একের ভিতর সব।
যা অন্য কোন সফটওয়্যার(tuneup ছাড়া)  এ পাওয়া যায় না।

Turbo boost-
5

অপ্রয়োজনীয় সার্ভিস গুলো বন্ধ করে   যার্ম  এর জায়গা খালি করে পিসির স্পিড বাড়াতে এর জুড়ি নেই, always on,no compromise  13

#Action center
4
softwere updater এর মাধ্যমে পিসিতে  ইন্সটলকৃত প্রয়োজনীয় সফটওয়্যার আপডেট করতে পারবেন।
প্রয়োজনে আপনি অরবিট এর অন্যান্য সফটওয়্যার ইন্সটল করতে পারবেন।

6
#নতুন ফিচার

জগম
- থিম এর  ব্যাকগ্রাউন্ড এর পিকচার পরিবর্তন করা যাবে আপনার  যেকোনো পছন্দের ছবি দিয়ে।

#সব ফিচার
sb
এর মাধ্যমে আপনি এই সফটওয়্যার এর অন্যান্য সব ফিচার এর  নিয়ন্ত্রন করতে পারবেন।

অনেক তো  বিবরন দেওয়া হল।
এইবার  ডাউনলোড করে  আমাকে ধন্য করুন।7


btn_download_sm
ভার্সন- 8.0 beta | ওজন - 35.6 MB
Supports Windows 2000/XP/Vista/7/8

####
যদিও এই সফটওয়্যার সম্পর্কে অনেকই আগে থেকে অবগত আছেন, আপনারা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
### এইছাড়াও আর কিছু ইয়নিক টিউনের  আইডিয়া আছে,
কমেন্ট + উৎসাহ পাই নাই, তাই ইচ্ছে করে না টিউন করার 17

### অনেক নুতন টিউনার এর আনাগোনায়  সত্যিই  টিটি  মুখরিত, টিটিকে ধন্যবাদ
রেজিস্ট্রেশান উন্মুক্ত করার জন্য 27

আজ এই পর্যন্ত
লেখাটি এখানে প্রথম প্রকাশিত
ফেসবুকে  আমি
টেকি ব্লগ
পার্সোনাল ব্লগ
টিউন ভাল লাগলে  কৃতজ্ঞতা   স্বরূপ   আমার টেক পেজে একটি লাইক দিতে পারেন  
Be right backভাল থাকবেন, প্রযুক্তির সাথেই থাকবেনThumbs upThumbs upThumbs up………………
ধন্যবাদCat face










Previous
Next Post »

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Thanks for your comment