ডিএনএস নেম সার্ভার কি এবং কিভাবে কাজ করে ?

বিশ্বে যত ডোমেইন নেম আছে, সেগুলো মিলে একটি ট্রি-এর মত গঠন লাভ করে । এই ট্রিকে কতগুলো জোনে ভাগ করা হয় । একটি জোনের সব ডোমেইন নেমের দায়দায়িত্ব যে কম্পিউটার নেয় তাকে বলা হয় সে জোনের Authoritative DNS name server ।

ধরা যাক, আপনি একটি চিঠি লিখলেন । প্রাপকের ঠিকানা যদি আপনার স্থানীয় টিউন অফিসের এলাকায় মধ্যে হয়, তবে তারাই তা পৌঁছে দেবে । আর যদি না হয়, তবে এরা প্রথমে দেখবে প্রাপকের ঠিকানা কোন দেশে । তারপর সে দেশের মূল টিউন অফিসে পাঠিয়ে দেবে চিঠি । সেখান থেকে বিভাগ বা জেলা শহরের টিউন অফিসে, এরপর উপজেলায়, তারপর স্থানীয় টিউন অফিসে চিঠিটি পৌঁছে দেবে । তাই বাংলাদেশের দিনাজপুরের কালাম আর ভারতের দিনাজপুরের কালাম দু’জনের কাছেই যার যার চিঠি সঠিক ভাবে পৌঁছানো সম্ভব এভাবে । ডোমেইন নেমের ক্ষেত্রে এ ঠিকানা খুঁজে বের করাকেই বলা হয় অ্যাড্রেস resolving, আর সেটা কাজ করে ঠিক টিউন অফিসের মতোই ।

ডোমেইন রেজিস্ট্রেশনঃ

ডোমেইন রেজিস্ট্রেশনকে তুলনা করা যায় আপনার অফিস বিল্ডিংয়ের জন্য জায়গা লিজ নেবার সাথে । এর মাধ্যমে আপনার ওয়েবসাইটের জন্য নাম (ডোমেইন নেম) বরাদ্দ করলেন । সাধারণত এক বছরের জন্য এ বরাদ্দ হয়ে থাকে, সময় শেষ হবার আগেই তা নবায়ন করতে হয়, নয়তো অন্য কেউ সে একই নামের জন্য আবার আবেদন করতে পারে ।

ইন্টারন্যাশনাল কর্পোরেশন ফর এসাইনড নেমস এ্যান্ড নাম্বারস (ICANN) এসব ডোমেইন নেম ম্যানেজ করে থাকে । ICANN -ই নিশ্চয়তা দেয় যে, প্রতিটা ডোমেইন নেম ইউনিক এবং এর সাথে একটা ইউনিক আইপি অ্যাড্রেস বরাদ্দ করা হয়েছে ।

আপনি ডোমেইন নেম রেজিস্ট্রেশন করবেন যেসব কোম্পানির মাধ্যমে তাদের বলা হয় রেজিস্ট্রার । বিভিন্ন কোম্পানির ফি ও সেবা বিভিন্ন হতে পারে, তবে একই ফি সাধারণত খুব কমই হয়ে থাকে । আপনি যে নামে ওয়েবসাইট তৈরি করতে চান, রেজিস্ট্রার কোম্পানি প্রথমে অনলাইন ডাটাবেজে সার্চ করবে যে এ নাম অন্য কাউকে বরাদ্দ করা হয়েছে কিনা । কাউকে বরাদ্দ না করে থাকলে কেবল আপনি এ নাম পেতে পারেন ।

ডোমেইন নেম রেজিস্ট্রেশনের সময় আপনার পুরো নাম, অ্যাড্রেস, টেলিফোন নম্বর ও ইমেইল অ্যাড্রেস দিতে হয়, যা WHOIS (who is) ডাটাবেজে সংরক্ষিত থাকে । লক্ষ রাখবেন, এসব তথ্য সবার জন্য উন্মুক্ত এবং আপনার প্রাইভেসি নষ্ট করতে পারে । যে কেউ চাইলে এ তথ্য দেখতে পারে । বর্তমানে অবশ্য ইমেজ কী ভ্যালুর মাধ্যমে স্পাইওয়্যার ও সফটবট (software robot) ঠেকানো হচ্চে, তবুও তা প্রাইভেসির নিশ্চয়তা দেয় না । অনেক রেজিস্ট্রারই এ সমস্যা কাটানোর জন্য সামান্য ফি-র বিনিময়ে নিজেরাই প্রক্সি হিসেবে কাজ করে । সে রকম কোন সার্ভিস নিলে সতর্কতার সাথে তাদের শর্তাবলী পড়ে নিন ভালমতো ।

আরো দুটি বিষয় নিশ্চিত হয়ে নিন, ডোমেইন নেম রেজিস্ট্রেশনের সময় আপনার রেজিস্ট্রেশনের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে ? অনেক রেজিস্ট্রার নিজেই তার অধীনস্থ ডোমেইন নেমকে নিয়ন্ত্রণ করে থাকে, যা বাঞ্জণীয় নয় । আর এটাও জেনে নিন, পরে আপনি যদি ওয়েবসাইটটিকে অন্য কোনো রেজিস্ট্রারের অধীন নিতে চাইলে সম্ভব কিনা ? এ ধরনের সার্ভিসের শর্ত ও ফি সম্পর্কেও ভালমত জেনে নিন । কারন ভাল সেবার জন্য অন্য কোনো রেজিস্ট্রারের কাছে যেতে হতে পারে ।
ডোমেইন নেম রেজিস্ট্রেশনের কয়েক ঘন্টা থেকে কয়েক দিনের মধ্যে আপনার ওয়েবপেজ সবার জন্য উমুক্ত হবে । আপনার রেজিস্ট্রার সাধারণত একটি ডামি পেজ বসিযে দিবে । আপনার ওয়েবপেজকে এবার হোস্টিং করতে হবে । অনেক রেজিস্ট্রার এ হোস্টিংয়ের সেবাও দিয়ে থাকে, তবে আপনি অন্য কোনো কম্পানির মাধ্যমেও তা করতে পারেন ।

ICANN তাদের নির্ধারিত রেজিস্ট্রারদের মাধ্যমেই

পরামর্শ দিয়ে থাকে । এরা নূন্যতম মানের নিশ্চয়তা দেয় । এদের তালিকা

Technorati Tags:

এর icann.org/ ওয়েবসাইটে সংরক্ষিত আছে । ডোমেইন রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্ত তথ্যাবলী সংরক্ষণ করে থাকে ICANN । বিশ্বের সব ডোমেইন রেজিস্ট্রার ও রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য পাবেন তাদের

Technorati Tags:

/ ওয়েবসাইটটিতে । আপনি টেকটিউনস এর তথ্য জানতে হলে সাইটিতে গিয়ে বক্সে techtunes.com.bd/ টাইপ করে এটার প্রেশ করুন । তাহলে নিন্মরুপ ইনফরমেশন আসবে ।

এই টিউন টি পূর্বে এখানে প্রকাশিত হয়েছিল।

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Thanks for your comment