ইউরোপীয় ইউনিয়নের করা ‘রাইট টু বি ফরগটেন’ আইনের আওতায় ইন্টারনেটে তথ্য খোঁজার জনপ্রিয় ওয়েবসাইট (সার্চ ইঞ্জিন) গুগলের সার্চের ফলাফল থেকে উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার লিংক মুছে ফেলা হয়েছে। সম্প্রতি এ বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস। আগামী ৮ আগস্ট লন্ডনে শুরু হতে যাওয়া উইকিপিডিয়া বার্ষিক সম্মেলন ‘উইকিম্যানিয়া’তে অংশ নিতে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন জিমি ওয়েলস।
মূলত ইউরোপের বাসিন্দাদের পুরোনো তথ্য যাতে সার্চ ইঞ্জিন কিংবা অন্য কোনো মাধ্যমে ব্যবহৃত না হতে পারে, সে জন্য আইনে এ সুবিধা চালু করা হয়। এতে ইউরোপিয়ারা নিজেদের পুরোনো তথ্য মুছে ফেলার আবেদন করতে পারবেন। ইতিমধ্যে এ আইনের আওতায় গত মাস পর্যন্ত প্রায় ৯১ হাজার অনুরোধ গ্রহণ করেছে গুগল। এই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রায় তিন লাখ ২৮ হাজার লিংক মুছে ফেলার প্রক্রিয়াও চলছে। দেশ হিসেবে ফ্রান্স ও জার্মানি থেকে আবেদনের সংখ্যা সবচেয়ে বেশি। ফ্রান্স থেকে ১৭ হাজার ৫০০, জার্মানি থেকে সাড়ে ১৬ হাজার, ব্রিটেন থেকে ১২ হাজার, স্পেন থেকে আট হাজার এবং ইতালি থেকে সাত হাজার ৫০০ আবেদন জমা পড়েছে। গুগল জানিয়েছে, এর মধ্যে প্রায় ৫৩ শতাংশ লিংক ইতিমধ্যে মুছে ফেলা হয়েছে।
শুরু থেকেই এ আইনের বিরুদ্ধে ছিলেন জিমি ওয়েলস। এক প্রতিক্রিয়ায় তিনি এ কাজকে সম্পূর্ণ অনৈতিক বলে উল্লেখ করেছেন। এবারই প্রথম উইকিপিডিয়ার লিংক মুছে ফেলা হলেও এর আগে বিবিসি, টেলিগ্রাফসহ বিশ্বসেরা বিভিন্ন মিডিয়ার লিংক মুছে ফেলা হয়েছিল এই আইনের আওতায়। তবে ঠিক কতগুলো সঠিক লিংক মুছে ফেলার আবেদন আসছে, সে বিষয়টি খতিয়ে দেখার বিষয়ে জোর দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
Subscribe to:
Post Comments (Atom)
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon