মজিলা ফায়ার ফক্স ব্রাউজার হিসেবে এখন পর্যন্ত এডভান্স ইউজারদের জন্য প্রথম পছন্দ। যদিও প্রতিদ্বন্দী হিসেবে গুগল ক্রোম বেশ এগিয়ে আছে। তবে মজিলা এখনো দাপটের সাথেই মার্কেট দখল করে আছে। মজিলা এডভান্স ইউজারদের প্রথম পছন্দ হিসেবে থাকার অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটি কারণ হলো বিপুল সংখ্যক এড-অনস। ক্রোমেও অনেক এড-অনস রয়েছে তবে মজিলাতে এখনো অনেক বেশি এগিয়ে আছে এড-অনস কালেকশনে।
আপনি যদি মজিলা ব্রাউজার ফ্যান হয়ে থাকেন তাহলে এই এড-অনসগুলো আপনার কাজে আসবেই। আগে থেকে যদি থাকে তাহলেতো থাকলোই কিন্তু না থেকে থাকলে অবশ্যই এগুলো ইন্সটল করে নিন আর হয়ে উঠুন এডভান্স ইউজার।
এই একটি এড-অনসই আপনাকে বাচিয়ে দিতে পারে অনেক সময়। সোস্যাল সাইটগুলোতে আমরা প্রচুর পরিমাণে থাম্বনেইল দেখে থাকি। ধরা যাক কারো প্রোফাইল পিকটাই আমরা ছোট আকারে যখন দেখি তখন কি করি? পুরোপুরি ছবিটা দেখার জন্য ঐ প্রোফাইলে প্রবেশ করি। কিন্তু আপনি যদি এই এড-অনসটা ব্যবহার করেন তাহলে এত কষ্ট করতে হবে না। শুধু প্রোফাইল ছবিতে মাউস নিয়ে রাখলেই অটো ছবিটা বড় হয়ে প্রদর্শন করবে। একবার ব্যবহার করে দেখুন নিশ্চিত ফ্যান হয়ে যাবেন। শুধু ফেসবুকই নয় এমন আরো অনেকগুলো সাইটের থাম্বনেইল বড় করতে পারে এই এড-অনস। Amazon, Baidu, Bing, Facebook, Flickr, Google, HuffingtonPost, IMDb, LinkedIn, Netflix, New York Times, Pinterest, Reddit, Tumblr, Twitter, Yandex.ru, YouTube, Wikipedia, WordPress, Yahoo Images সহ আরো অনেক সাইট।
এটি খুব প্রয়োজনীয় সার্চের জন্য। আপনি গুগলে সার্চের সময় সাইটগুলোর প্রিভিউ দেখে নিতে পারবেন। অর্থাৎ আপনি গুগলে সার্চ করার পর সার্চ রেজাল্ট সাইটগুলোতে না ঢুকেই আপনার কাংখিত ফলাফল কোন সাইটে থাকতে পারে সেটা আপনি থাম্বনেইল ইমেজ দেখে আইডিয়া করতে পারবেন। শুধু গুগলই নয় সাথে সাথে Yahoo, Bing ও সাপোর্ট করে।
শুধুমাত্র এই এড-অনস নিয়েই প্রায় হাজার শব্দের পোস্ট লিখা যায়। ফেসবুকে স্ট্যাটাস দেয়ার সময় হঠাৎ কারেন্ট চলে গেল। এত এত শব্দের স্ট্যাটাস আবার লিখতে হবে তাই না? অথবা ব্লগে কোন পোস্ট লিখছেন তখন কোন কারণে কম্পিউটার ক্র্যাশ করলো। তাহলে পুনরায় লিখবেন? না তার কোন প্রয়োজন নেই। এই এড অনস সব লিখাই অটো ব্যকয়াপ রাখবে। শুধু প্রয়োজনের সময় স্ট্যাটাস বক্সের ভিতর মাউস নিয়ে রাইট ক্লিক করলেই পেয়ে যাবে হারানো স্ট্যাটাস। আরো বিস্তারিত জানতে দেখতে পারেন এই পোস্ট।
এটা যে কোন সাইট অটো লোড হবে অর্থাৎ যে কোন সাইটের Next বাটন ক্লিক না করেও পরের পেজ গুলা শো করবে। গুগল সার্চ করার পর পরের পেজ অটো লোড করবে এই এড-অনস। শুধু তাই নয় যে কোন ব্লগের Next পেজে যেতেও কাজে দিবে।
এই এড-অনস আপনার ব্রাউজিং স্পীড অনেক গুন বাড়িয়ে দিতে পারে। এত এত ফিচার না বলে উল্লেখযোগ্য যা আছে সেটা হচ্ছে ধরুণ আপনি কোন শব্দ গুগলে সার্চ দিবেন যা কোন ওয়েব সাইটে লিখা রয়েছে। এখন আপনি সেই শব্দটি কপি করে তারপর গুগলে গিয়ে সার্চ দিবেন? কি দরকার। যখন সেই শব্দটি আপনি মাউস দিয়ে সিলেক্ট করবেন তখন সেখানে গুগল আইকন শো করবে এবং ক্লিক করলে সার্চ ফলাফল পেজে নিয়ে যাবে। অন্যান্য ফিচারগুলো নিজেই খুজে দেখুন আর ফিদা হয়ে যান।
আশা করি এই এড-অনসগুলো কাজে আসবে। ভাল লাগলে সামনে আরো এমন কাজের এড-অনসগুলো নিয়ে হাজির হবো।
http://www.hasanjubair.com/704
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon