ফটোশপ ব্যাবহার করে ঠোটের রঙ পরিবর্তন করুন সহজেই

আজ আমি আপনাদের একটা জটিল জিনিস শেখাবো , আশা করি ভাল লাগবে ।

আজকের বিষয়টি কিভাবে ঠোটের রঙ change করবেন ফটোশপ ব্যাবহার করে। এটি করা খুব সোজা । শুধু আমার Instruction গুলো Follow করুন ।

প্রথমে আপনার ফটোশপ Open করুন ।

তারপর আপনি যে ফটোটির ঠোটের রঙ Edit করতে চান সেটি Open করুন।

এরপর আপনি Polygonal Lasso Tools(L) এ ক্লিক করুন ।

এরপর খুব সাবধানে ঠোটের অংশ টুকু Select করুন।

Select করা শেষ হলে Image এ যান এরপর Adjustment এরপর Hue/saturation এ ক্লিক করুন।

এরপর আপনি মাউস কার্সর টি বাম থেকে ডানে বা ডান থেকে বামে টানুন

দেখেছেন কিভাবে ঠোটের রঙ Change হল ।

এরপর OK ক্লিক করুন , আপনার কাজ শেষ।

তো আর কোন সমস্যা থাকার কথা না।  থাকলে বলবেন। কেমন লাগলো জানাতে ভুলবেননা কিন্তু ।

ভাল থাকবেন ।

আল্লাহ হাফিজ।

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Thanks for your comment