আমার মত যারা ফেসবুকের পোকা আর যাদের ফ্রেন্ড লিস্ট বন্ধুদের ভারে পরে যাচ্ছে তাদের কাছে একটাই রাস্তা সেটা হল ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড গুলোকে রিমুভ করে দেওয়া। কিন্তু ফ্রেন্ড বেশি হওয়ার কারনে ইনঅ্যাক্টিভ দের খুঁজে বার করা খুব কঠিন। আমি গুগল ক্রমের একটি এক্সটেনশন দেবো যেটা অটোমেটিক ডিঅ্যাক্টিভ করে দেওয়া আইডি গুলোকে রিমুভ করে দেবে এবং সেই ফ্রেন্ড গুলোর একটা লিস্ট আপনাকে দেবে।
১) প্রথমে উপরের লিঙ্ক থেকে গুগল ক্রমের এক্সটেনশনটি অ্যাড করুন।
২) এবার আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্ট টা ওপেন করুন এবং ক্রমের ডান দিকে উপরে থাকা রোবট এবং ফেসবুক আইকনে ক্লিক করুন।
৪) উপরের ছবির মত আসলে START-এ ক্লিক করে একটু সময় অপেক্ষা করুন।
৫) কমপ্লিট হলে নতুন একটা পেজ আসবে আর আনফ্রেন্ড করে দেওয়া বন্ধুদের নাম আসবে।
যদি না বুঝে থাকেন তাহলে নিচের ভিডিও টিউটোরিয়াল দেখুন।
এখন আপনি ইচ্ছা করলে নাম গুলো ডাউনলোড করে রাখতে পারেন। যদি পরে আবার কোন আইডি অ্যাক্টিভ হয় তাহলে খুঁজে বের করতে পারবেন। আরেকটা কথা আবার বলছি, এখানে ইনঅ্যাক্টিভ আইডি বলতে ডিঅ্যাক্টিভ হয়ে যাওয়া আইডি বুঝানো হয়েছে। আপনার ছবিতে লাইক দেয় না এমন কাউকে ইনঅ্যাক্টিভ বলা হয়নি।
ক্রেডিটঃ খলিল
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon