ফটোগ্রাফি ফটোগ্রাফার নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আমাদের দেশে প্রচলিত আছে... সেই ধারণাগুলোকে দূর করবার জন্যই মূলত আমার লেখা শুরু করা... লেখাগুলোকে সিরিজ হিসেবে প্রকাশ করবার ইচ্ছা আছে... আজকের এই লেখাটা মূলত ভূমিকার মত... আশা করি আমার লেখাগুলো পড়লে অনেক কিছু জানতে ও শিখতে পারবেন...
ডিএসএলআর ক্যামেরা কেনার আগের দিন থেকেই তো নিজেকে তো ফটোগ্রাফার বলেন তো জানেন কি ডিএসএলআর মানে কি...? ফটোগ্রাফ, ফটোগ্রাফি আর ফটোগ্রাফার এর অর্থ কি...? সব কিছু কিভাবে কাজ করে...? একটা ফটো আর ফটোগ্রাফের মধ্যে পার্থক্যটা কি...?
না জানলে জেনে রাখেন,
ডিএসএলআর ক্যামেরা এর অর্থ ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স ক্যামেরা... অর্থাৎ এটি একটি ডিজিটাল ক্যামেরা যেখানে ক্যামেরায় ব্যাবহৃত একটি মাত্র পরিবর্তনযোগ্য লেন্সের [ যদিও সেই একটা লেন্স বডি অনেক গুলো ব্লেডের ( লেন্স বডির ভেতরে ব্যাবহৃত লেন্সকে ব্লেড বলা হয় ) সমন্বয়ে তৈরী হয় ] ভেতর দিয়ে আলো প্রবেশ করিয়ে একটা আয়নার মাধ্যমে তার রিফ্লেকশন তৈরী করে আলোকে প্রয়োজনানুসারে ভিউফাইন্ডারে অথবা ডিজিটাল সেন্সরে [ এসএলআর এ ফিল্ম ] প্রবেশ করানোর ব্যাবস্থা করা হয়......
ফটোগ্রাফ মানে হচ্ছে আলোকচিত্র অর্থাৎ আলো দিয়ে যেই চিত্র তৈরী হয়......
ফটোগ্রাফি মানে হচ্ছে আলো দিয়ে চিত্র তৈরী করার বিদ্যা......
আর ফটোগ্রাফার মানে হচ্ছে যিনি আলো দিয়ে চিত্র তৈরী করার বিদ্যা রপ্ত বা তৈরী করবার পরে তার সেই বিদ্যা কাজে লাগিয়ে আলোকচিত্র তৈরী করেন.........
ফটো আর ফটোগ্রাফএর মধ্যে পার্থক্য হলো,
ফটো মানে শুধুই ছবি যা ক্যামেরার শাটার রিলিজ চাপলেই ওঠে কিন্তু ফটোগ্রাফ হলো আলো দিয়ে তৈরীকৃত একটা শিল্পচিত্র যেইটার পেছনে অনেক কাঠখড় পোড়াতে হয় শুধু শাটার রিলিজ করে দিলেই হয় না............
ডিএসএলআর ক্যামেরা কিনলেই কি সত্যিই আপনি ফটোগ্রাফার হয়ে গেলেন...?
- ক্যামেরা জিনিসটা হচ্ছে একটা জাদুর বাক্স যেখানে আপনি আপনার সাবজেক্ট থেকে যে আলোর বিচ্ছুরণ ঘটছে সে আলোটাকে ধরে রাখার একটা মাধ্যম...
এখন আপনি যদি গরুর পশ্চাতদেশের কাছে একটা ক্যানভাস রেখে গরুর লেজের সাথে গোবর মাখায়ে দিয়ে সেইটার নড়াচড়া করার পরে ক্যানভাসে হুদাই লেগে যাওয়া গোবরকে শিল্প বলেন তাইলে আমি বলি কি আপনার মত ফটোগ্রাফার হচ্ছে একটা গরু, আপনার দামী ডিএসএলআর ক্যামেরা হচ্ছে আপনার গোবরে মাখা লেজ, আপনার ফটোগ্রাফি হচ্ছে আপনার লেজ নড়ানোর স্টাইলটা আর আর আপনার গোবর মাখা ক্যানভাসটা হচ্ছে আপনার ফটোগ্রাফ.........
যারা মনে করেন শুধুই ডিএসএলআর দিয়ে সামনে একটা কোমর বাঁকানো আপুকে রেখে পেছনটা ব্লার করে দিলেই সেইটা ফটোগ্রাফি হয় অন্য কোনো ক্যামেরা দিয়ে অন্য কিছুতে হয় না তারা একটু কষ্ট করে Mobile Photography অথবা Digital Camera Photography লেখে গুগল করলেই দেখতে পাবেন......
একটি ছবিকে তখনি সত্যিকারের ফটোগ্রাফ বলা যাবে যখন ছবিটি একটা শব্দ উচ্চারণ না করেও কথা বলবে, যখন দর্শক ছবিটি দেখেই ছবির গল্প ধারনা করতে পারবেন......
পেছনে ব্লার করা কোমর বাঁকানো আপুগ্রাফিকে ফটোগ্রাফি বলে অযথা ফটোগ্রাফির অসম্মান করবেন না... ফটোগ্রাফি একটি বিদ্যা... একে সম্মান করতে শিখুন......
(চলবে...)
=========================================================================
Tune টি প্রথম প্রকাশিত করেছিলাম আমার ফটোস্টোরি ব্লগ RAYBI | PhotoStoryTeller এ
=========================================================================
চাইলে আমার ফটোস্টোরি পোর্টফোলিও ও ব্লগ থেকে ঘুরে আসতে পারেন এখানে থেকে
ফেসবুকে আমাকে পাবেন এখানে
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon