আমার প্রথম টিউন। টেকটিউনস প্রতিদিন ভিজিট করলেও কখনও লেখা হয়নি। সত্যি বলতে আজ প্রথম Avro ব্যবহার করে কম্পিউটারে বাংলা লিখছি। ভুল-ভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।
আর কথা বাড়াবোনা। আজ থেকে আমার টিউনগুলোর সাথে থাকুন। কিছু পর্বের মধ্যেই আমরা সম্পূর্ণ একটি গেম তৈরি করে ফেলব ইনশাল্লাহ্। এবং এই গেমটি এন্ড্রয়েড, আইওএস, পিসিসহ আরও অনেক প্লাটফর্মে চলবে। এরপর থেকে আপনারা নিজেরাই ইচ্ছেমত গেম তৈরি করতে পারবেন, এ্যাপস্টোর বা প্লেস্টোর-এ দিতে পারবেন অথবা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন। তবে মাল্টি-প্লাটফর্ম গেম তৈরি করতে হলে গেম-ইঞ্জিন -এর জুড়ি নেই। আর অনেকগুলো ইঞ্জিন –এর মধ্যে Unity ডেভেলপারদের কাছে সবচেয়ে জনপ্রিয়। কারণ এটা দিয়ে খুব সহজেই 3D ও 2D গেম বানানো যায়, এমনকি কোনপ্রকার প্রোগ্রামিং না জানা থাকলেও। তবে, নিজের মত করে গেম তৈরি করতে হলে কিছুটা C#/JavaScript প্রোগ্রামিং করতে হয়। ভয়ের কিছু নেই, আমি আছি তো! Temple Run Oz থেকে শুরু করে লক্ষ লক্ষ গেম Unity দিয়ে বানানো হয়েছে। আজকের প্রতিষ্ঠিত অনেক গেম ডেভেলপিং কোম্পানিই Unity ব্যবহার করে। তবে ব্যতিক্রমও আছে। তাঁরা নিজেরা নিজেদের ইঞ্জিন ব্যবহার করে যা আমাদের জন্যে উন্মুক্ত নয়। তাই শুরু করার জন্য আমরা Unity ব্যবহার করবো। আর ফ্রিল্যান্সিং সাইটগুলোতে Unity লিখে সার্চ দিলেই এর কাজের চাহিদা বুঝতে পারবেন। Unity সম্পর্কে আরও জানতে আপনারা এর অফিসিয়াল সাইট ঘুরে আসতে পারেন।
Unity অফিসিয়াল সাইট
তাই যারা যারা আমার সাথে একমত, শুধু তাঁরাই পড়তে থাকুন...
প্রথমেই প্রস্তুতি পর্ব।
১. যা যা প্রয়োজনঃ
- উইন্ডোজ পিসি/ল্যাপটপ
- Unity গেম ইঞ্জিন (আপনার ওএস অনুযায়ী) (for PC/Linux/Mac/Web game)
- ADT-Bundle (আপনার ওএস অনুযায়ী) (for android game)
- Java SE JDK (আপনার ওএস অনুযায়ী)
- তবে শুধু এ্যাপল ডিভাইস যেমন আইফোন, আইপ্যাড –এর গেমের জন্য অবশ্যই Mac OS এবং Xcode দরকার হবে। (আপাততঃ লাগবেনা। যখন দরকার হবে, আমার মত ধার করে নিয়েন
।
Unity ফ্রী ভার্সনের কিছু লিমিটেশন আছে। তবে দয়া করে কেউ ক্র্যক্ করবেন না। এতে আপনি বিভিন্ন স্টোর থেকে ব্যন্ড হয়ে যেতে পারেন। আমাদের কাজের জন্য ফ্রী ভার্সনই যথেষ্ট।
ডাউনলোডগুলোর সাইজ দেখে ভয় পাবেন না। পারফরমেন্স অনুযায়ী এগুলো কিছুই না। ডাউনলোড হয়ে গেলে সবগুলো ইনস্টল করুন। প্রথমবার Unity চালাতে হলে পিসিতে ইন্টারনেট এ্যক্টিভ থাকতে হবে। এবং ওঁদের সাইট-এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
২য় পর্বে আমরা Unity –এর বিভিন্ন দিক আলোচনা করবো। এবং গেম বানানো শুরু করবো। তবে আপনারাও সিম্প্ল গেমের আইডিয়া বের করতে থাকুন এবং টিউমেন্টস করুন। সবার জন্যে সুবিধা হলে সেই গেমই আমরা তৈরি করব।
আমার কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানতে Unity দিয়ে আমার তৈরি এন্ড্রয়েড গেমগুলো খেলে দেখতে পারেন। এখানে প্লে-স্টোরের লিংক দিলাম।
আমার তৈরি এন্ড্রয়েড গেম্স
আজ এ পর্যন্তই থাক। ডাউনলোডগুলো শেষ করে ইনস্টল করে ফেলুন। কোন সমস্যা হলে জানাবেন প্লীজ। ততক্ষণ আমি ২য় পর্ব লিখতে থাকি। আমিতো আবার কম্পিউটারে বাংলা লিখতে খুব পারদর্শী! ভালো থাকুন সবাই।
পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon