আসুন জেনে নেই বিকল্প পাচঁটি CMS সম্পর্কে

ওয়ার্ডপ্রেসই একতরফা ভাবে সিএমএস মার্কেটপ্লেসকে কর্তৃত্ব  করছে তাতে কোন সন্দেহ নেই । দিন দিন এর জনপ্রিয়তা বেড়েই চলছে । কিন্তু একটা কথা সত্য যে সবকিছুরই শেষ আছে । আজ আলোচনা করব বর্তমানে ওয়ার্ডপ্রেস এর পাচঁটি সম্ভাবনাময় বিকল্প নিয়ে।প্রতিযোগীতামূলক এবং দ্রুত পরিবর্তনশীল ফ্রিল্যান্সিং সেক্টরে আপনাকে আরও বেশি যোগ্য করতে এখন থেকেই প্রস্তুতি নিতে পারেন।

কেন ওয়ার্ডপ্রেসের বিকল্প খুজবেন?

খুব তাড়াতাড়ি ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা হারানোর কোন সম্ভাবনা নেই।তবে আর্ন্তজাতিক পর্যায়ে ওয়ার্ডপ্রেসের বিকল্প নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে ।

মূলত তিন ধরনের সিএমএস নিয়ে আলোচনা হচ্ছে – flat-file CMSs, micro CMSs, static site generator । এদের প্রধান সুবিধা হচ্ছে এরা ওয়ার্ডপ্রেস এর চাইতে light weight. এবং সিম্পল সাইটের জন্য ওয়ার্ডপ্রেস ব্যবহার না করে এগুলো ব্যবহার করাই উত্তম।

এরকম পাচঁটি ওয়ার্ডপ্রেসের বিকল্প –

১।   Ghost

ghost

ওয়ার্ডপ্রেসের বিকল্প হিসেবে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে Ghost.

ওয়ার্ডপ্রেস মূলত শুরু করে ব্লগিং সফটওয়্যার হিসেবে। কিন্তু ধীরে ধীরে এটি একটি পরিপূর্ণ সিএমএস হয়ে ওঠে । এটি দিয়ে প্রায় সব রকম সাইটই তৈরি করা যায় ।এমনিকি অনলাইন স্টোরও খুব সহজেই তৈরি করতে পারবে।

ঠিক এই জায়গাতেই ওয়ার্ডপ্রেস এর সাথে Ghost এর পার্থক্য ।

এই ভিডিওটি দেখুন কি- যারা শুধুমাত্র ব্লগিং করবেন তাদের জন্য কেন Ghost সেরা।

Ghost এমন একটি সিএমএস হতে চায় না যেটা দিয়ে সবকিছু করা যায় ।এটির একমাত্র লক্ষ্য হচ্ছে ব্লগিং প্লাটফর্ম নিজেদের শক্ত অবস্থান তৈরি করা।

এর সিম্পল User Interface খুব সহজেই আপনার ব্লগকে নিয়ন্ত্রন করার নানা রকম সুবিধা দেবে। Ghost মূলত তৈরি হয়েছে JavaScript এর  Node.js দিয়ে । এই কারনেই এটি পিএইচপি নির্ভর ওয়ার্ডপ্রেসের চেয়ে অনেক বেশি দ্রুত লোড হয়।

২। Jekyll

jely

আপনি যদি ফাস্ট লোডিং ওয়েবসাইট চান তাহলে সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে প্লেইন স্টাটিক এইচটিএমএল ফরমেটে ওয়েবসাইট চালান।আর আপনি যদি কন্টেন্ট প্রকাশের জন্য এই রকম চিন্তা করেন তাহলে Jekyll হচ্ছে এর  সমাধান।

Jekyll is a static site generator — a system that takes text files and stitches them together to create a static HTML site.

আপনি গিটহাবের এই পেজটা ব্যবহার করতে পারেন Jekyll   হোস্ট করার জন্য।

৩। Statimic

seme

অনেকেই মনে করে Statimic হল Static Site Generator। আসলে এটি একটি Flat-File CMS, যা তৈরি হয়েছে Static এবং dynamic উভয় প্রকার এলিমেন্ট দিয়ে। এটির মাধম্যে ওয়ার্ডপ্রেসের মতই ফাইলকে নিয়ন্ত্রণ করতে পারবেন।কিন্তু এটি ওয়ার্ডপ্রেসের মত কোন Database Management System (যেমন- My SQL) ব্যবহার করে না।   এই উদাহরন টি দেখুন।

৪। Craft

crafte

Craft একটি নতুন সিএমএস যার প্রধান লক্ষ্য হচ্ছে কন্টেন্ট মেনেজমেন্ট সিস্টেমকে আরও সিম্পল করা ।একটি মানসম্পন্ন সিএমএস যেসব অপশন থাকা প্রয়োজন শুধুমাত্র সেগুলো প্রতি গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে Craft । Craft এর রয়েছে Unique Business Model যা আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন।তবে বেশ কিছু এ্যাডভান্স ফিচার ব্যবহার করতে হলে আপনাকে বিভিন্ন প্যাকেজ ক্রয় করতে হবে ।

৫। Perch

file

Perch এর রয়েছে অত্যন্ত simple এবং clean control panel UI যার মাধম্যে খুব সহজেই আপনি আপনার সাইটকে নিয়ন্ত্রন করতে পারবেন।এর অনেক এড অনস্ রয়েছে যার মাধম্যে আপনি যদি অনেক বড় কোন সাইট তৈরি করতে চান সেটিও সম্ভব। Perch  নিজেকে "really little CMS" হিসেবে বর্ণনা করে থাকে।

আপনি যদি বড় কোন প্রযেক্ট নিয়ে ওয়েবসাইট তৈরি করতে চান তবে ওয়ার্ডপ্রেস এর কোন বিকল্প নেই ।

কিন্তু আপনি যদি ছোট কোন ওয়েব প্রোযেক্ট থাকে , যদি সিম্পল একটি ব্লগ চান অথবা একটি সিম্পল সিএমএস চান তাহলে GHOST, Jekyll,Statimic,Craft, Perch হচ্ছে আপনার জন্য বেস্ট বিকল্প ।

বাংলাদেশের সবচেয়ে বড় ওয়েব ডেভেলপমেন্ট রিসোর্স ওয়েব সোর্স এ আপনাকে স্বাগতম।

পোস্ট সম্পর্কিত সমস্যার জন্য মন্তব্য দিন।ডাউনলোড লিঙ্ক এ সমস্যা জন্য ইনবক্স করুন Aimzworld007
ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Thanks for your comment